উৎসবের আবহে শব্দতাণ্ডব রুখতে পদক্ষেপ করল চন্দননগর পুলিশ কমিশনারেট। একটি বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হয়েছে, সকাল ৭টার আগে মাইক বাজানো যাবে না। আবার রাত ৯টার মধ্যে মাইক বাজানো বন্ধ করে দিতে হবে।
পুলিশের তরফে জারি করা নির্দেশিকায় আরও বলা হয়েছে, ইন্ডাস্ট্রিয়াল এলাকায় ৭৫, কমার্শিয়াল এলাকায় ৬৫ ও রেসিডেন্সিয়াল এলাকায় ৫৫ ডেসিবলের মধ্যে মাইক বাজাতে হবে। সাইলেন্স জোন অর্থাৎ হাসপাতাল, নার্সিংহোম, শিক্ষাঙ্গন, আদালতের একশো মিটারের মধ্যে কোনও মাইক বাজানো যাবে না। চন্দননগর পুলিশ কমিশনারেট এলাকার সমস্ত পুজো কমিটিগুলিকে এই নির্দেশ মেনে চলতে হবে। পাশাপাশি এর আগে যে সমস্ত নিয়ম ছিল সেগুলি সবই বলবৎ থাকবে।
Advertisement
উল্লেখ্য, মাইক, ডিজের দৌরাত্ম্যে ৮ থেকে ৮০ সকলেরই সমস্যা হয়। শব্দের তাণ্ডবে অসুস্থ হয়ে পড়েন মানুষ। পুজোর সময় এই অত্যাচার আরও বেড়ে যায়। শব্দের তাণ্ডব রুখতে দীর্ঘদিন ধরে প্রচার ও আন্দোলন করে আসছে স্থানীয় নাগরিক মঞ্চ। তাই এবার সাধারণ মানুষকে শব্দ তাণ্ডব থেকে রেহাই দিতে ব্যবস্থা গ্রহণ করেছে চন্দননগর পুলিশ কমিশনারেট। এই সিদ্ধান্তে খুশি নাগরিক মঞ্চ। তবে নির্দেশিকা না মানলে ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়েছেন সদস্যরা। কারণ গণেশ পুজোতেও এরকম নির্দেশিকা ছিল। কিন্তু তা সত্ত্বেও সব নির্দেশ অমান্য করে মধ্যরাত পর্যন্ত মাইক বাজানোর অভিযোগ ওঠে। তবে এসব অভিযোগ সত্ত্বেও পুজোর মরসুমে কমিশনারেটের এই রকম নির্দেশিকায় খুশি প্রবীণরা।
Advertisement
Advertisement



