• facebook
  • twitter
Sunday, 14 December, 2025

কুয়াশায় বিমান ওঠা-নামার সমস্যা দূর করতে অত্যাধুনিক প্রযুক্তি দমদম বিমানবন্দরে

বিমানবন্দরের নর্থ-এন্ড রানওয়েতে অত্যাধুনিক টেকনিক্যাল অ্যাড সিস্টেম বসানো হচ্ছে

শীতকালে কুয়াশার বাড়বাড়ন্তে বিমান ওঠা-নামার সময়ে সমস্যার মুখে পড়তে হয় চালকদের। শুধুমাত্র চালক নয় এর জন্য সমস্যায় পড়েন যাত্রীরাও। কুয়াশা বেশি থাকলে দৃশ্যমানতা কমে যাওয়ায় বিমান ক্যান্সেল করে দেওয়া হয়। এমনকি দৃশ্যমানতা কম হওয়ায় অবতরণ করতে না পেরে অন্য বিমানবন্দরে ল্যান্ড করাতে হয় বিমান।

এবার এই সমস্যার সমাধান করতে অত্যাধুনিক নেভিগেশন সিস্টেম চালু করার পরিকল্পনা নিয়েছে দমদম আন্তর্জাতিক বিমানবন্দর। যার জেরে বিমান ওঠা-নামার সময় আর সমস্যায় পড়তে হবে না বলে মনে করা হচ্ছে।
দমদম বিমানবন্দরে বিমান ওঠা-নামার জন্য দুটি রানওয়ে আছে। মধ্যমগ্রাম ও নিউটাউন দুদিক থেকে এই বিমান ওঠানামা করে।

Advertisement

শীতকালে প্রচন্ড কুয়াশার কারণে রাত ও ভোরেই দিকে বিমান অবতরণ করাতে সমস্যা হয়। বিমানবন্দর সূত্রে খবর, যখন দৃশ্যমানতা ৮০০ মিটারের নীচে ও ক্লাউড সিলিং ২০০ ফুটের নীচে নেমে যায় তখন এই সমস্যা হয়। এই সমস্যা সমাধানের জন্য বিমানবন্দরের তরফে অত্যাধুনিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। বিমানবন্দরের নর্থ-এন্ড রানওয়েতে অত্যাধুনিক টেকনিক্যাল অ্যাড সিস্টেম বসানো হচ্ছে।

Advertisement

এই কাজ ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। আগামী তিন সপ্তাহের মধ্যে কাজটি সম্পূর্ণ হয়ে যাবে বলে জানা গিয়েছে। এই সিস্টেমের জন্য দৃশ্যমানতা  ৮০০ মিটারের নীচে নামলেও বিমান অবতরণে কোনও সমস্যা হবে না। মধ্যমগ্রাম ও নিউটাউন রানওয়ে থেকে সহজেই বিমান ওঠানামা করতে পারবে। যাত্রীদেরও সুবিধা হবে।

Advertisement