রাজনৈতিক চাপে ছিলেন সৌরভ? বিস্ফোরক অশােক

অশােক ভট্টাচার্য বলেন, ‘সৌরভের উপর চাপ তাে দেওয়াই হয়েছিল। এটা কাম্য ছিল না। সৌরভ অন্য জগতের মানুষ। আমরা চাই, ও সেই জগতেই থাকুক।’

Written by SNS Kolkata | January 4, 2021 11:35 am

সৌরভ গাঙ্গুলি (File Photo: AFP)

দক্ষিণ কলকাতার বেসরকারি হাসপাতালে ‘মহারাজ’কে দেখতে যান অশােক। সেখান থেকে বেরিয়ে সংবাদমাধ্যমের মুখােমুখি হয়ে বলেন, ‘সৌরভের উপর চাপ তাে দেওয়াই হয়েছিল। এটা কাম্য ছিল না। সৌরভ অন্য জগতের মানুষ। আমরা চাই, ও সেই জগতেই থাকুক।’

সৌরভকে ব্যবহার করে কিছু মানুষ রাজনৈতিক স্বার্থসিদ্ধি করতে চাইছেন বলেও অভিযােগ করেন তিনি। তিনি আরও বলেন, কেউ কেউ মনে করছেন, সৌরভকে ব্যবহার করে রাজনৈতিক স্বার্থসিদ্ধি করা যাবে। সেটা যে কোনও ভাবেই হােক না কেন। চাপ তাে সৃষ্টি হয়েছে। রক্তচাপ বেড়েছে। এমনটা আশা ছিল না। আমরা চাই না এমন হােক। 

তাঁর বক্তব্য, ‘সৌরভ যে জগতে রয়েছে, সেই জগতেই থাকতে চায়। আমাকে কখনও বলেনি যে রাজনীতিতে আসতে চায়। আমিও ওকে বলেছি, আমি চাই না তুমি কোনও রাজনীতির সঙ্গে যুক্ত হও। আমার সঙ্গে দ্বিমত পােষণ করেনি ও। 

তাহলে রাজনৈতিক চাপ সহ্য না করতে পেরেই অসুস্থ হয়ে পড়েছেন সৌরভ? সরাসরি এ প্রশ্নের উত্তর না দিয়ে তিনি বলেন, ‘সেটা আমি বলতে পারব না। চিকিৎসাই ভাল বলতে পারবেন। আমি শুধু চাই, এই মুহুর্তে মানসিক অথবা রাজনৈতিক ভাবে ওঁর উপর কোনওরকম চাপ সৃষ্টি যেন না হয়।’