• facebook
  • twitter
Sunday, 15 September, 2024

পথ দুর্ঘটনায় মৃত অভিনেতা পঙ্কজ ত্রিপাঠীর ভগ্নিপতি, গুরুতর আহত বোন

নিজস্ব প্রতিনিধি— নিকটাত্মীয়কে হারালেন বলিউডের জনপ্রিয় অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী৷ শোকের ছায়া নেমে এল তাঁর পরিবারে৷ এক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন পঙ্কজের ভগ্নিপতি৷ গুরুতর আহত তাঁর বোনও৷ দুর্ঘটনার পর তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে৷ সেখানেই ভগ্নিপতি রাকেশ তিওয়ারিকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা৷ শনিবার বিকেলে ঝাড়খণ্ডের নিরসা বাজার এলাকায় দিল্লি-কলকাতা জাতীয় সড়কে পথ দুর্ঘটনার কবলে

নিজস্ব প্রতিনিধি— নিকটাত্মীয়কে হারালেন বলিউডের জনপ্রিয় অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী৷ শোকের ছায়া নেমে এল তাঁর পরিবারে৷ এক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন পঙ্কজের ভগ্নিপতি৷ গুরুতর আহত তাঁর বোনও৷ দুর্ঘটনার পর তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে৷ সেখানেই ভগ্নিপতি রাকেশ তিওয়ারিকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা৷

শনিবার বিকেলে ঝাড়খণ্ডের নিরসা বাজার এলাকায় দিল্লি-কলকাতা জাতীয় সড়কে পথ দুর্ঘটনার কবলে পডে় পঙ্কজের বোন সরিতা তিওয়ারির গাডি়৷ সেই সময় পঙ্কজের বোন সরিতা এবং ভগ্নিপতি রাকেশ তিওয়ারি দু’জনেই গাডি়র মধ্যে ছিলেন৷ তাঁরা কলকাতার দিকে ফিরছিলেন৷ জানা গিয়েছে, রাকেশ ভারতীয় রেলের কর্মী ছিলেন৷ তিনি চিত্তরঞ্জনে কর্মরত ছিলেন৷ ওদিকে বোন সরিতা তিওয়ারি ভবানীপুরের আদর্শ হিন্দি গার্লস প্রাইমারি স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন সাদা রঙের সুইফ্ট গাডি়টি রাকেশ নিজেই চালাচ্ছিলেন৷ বোন সরিতা তাঁর পাশে বসেছিলেন৷ বিহারের গোপালগঞ্জ থেকে এ রাজ্যের দিকে ফিরছিলেন তাঁরা৷ পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, বিকেল চারটে নাগাদ যখন তাঁরা ঝাড়খণ্ডের নিরসা বাজার এলাকায় পৌঁছন৷ সেই সময় কোনও কারণে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি ডিভাইডারে সজোরে ধাক্কা মারে সরিতাদের গাডি়৷ মুহূর্তের মধ্যে দুমডে় মুচডে় যায় সুইফ্ট গাডি়টি৷ দুর্ঘটনাগ্রস্ত গাডি় থেকে দ্রুত সরিতা এবং রাকেশকে উদ্ধার করা হয়৷ তাঁদের ধানবাদের শহিদ নির্মল মাহাতো মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখানে রাকেশকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা৷ রাকেশের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে৷

ওদিকে সংবাদ সংস্থা পিটিআইকে হাসপাতালের জরুরি বিভাগের তত্ত্বাবধায়ক দীনেশ কুমার গিনদৌরিয়া জানিয়েছেন যে, পঙ্কজের বোন সরিতার পা ভেঙে গিয়েছে৷ তবে আপাতত তিনি বিপন্মুক্ত৷ তাঁর শারীরিক পরিস্থিতি স্থিতিশীল৷ তারপর সরিতাকে সেখান থেকে স্থানান্তর করে আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ অবশ্য কি কারণে এই দুর্ঘটনাটি ঘটল, সে বিষয়ে তদন্ত শুরু করেছে ঝাড়খণ্ডের পুলিশ৷ প্রাথমিক তদন্তে পুলিশ মনে করছে, জাতীয় সড়কের উপর কোনও কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন রাকেশ৷ অবশ্য তাঁদের গাডি় দুরন্ত গতিতে ছিল কি না-বা দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে৷

প্রসঙ্গত, বলিউডের প্রথম সারির অভিনেতাদের মধ্যে অন্যতম গোপালগঞ্জের পঙ্কজ ত্রিপাঠী৷ ২০২৩ সালের আগস্টে, পঙ্কজ তাঁর বাবাকে হারান৷ জনপ্রিয়তায় নিরিখে তিনি অন্য অনেক অভিনেতাদের টেক্কা দিচ্ছেন৷ তিনি তাঁর সাবলীল অভিনয়ের দক্ষতায়, খুব কম সময়ের মধ্যে দর্শকদের মন জিতে নিয়েছেন৷ বিশেষত অনলাইন প্ল্যাটফর্মগুলিতে বার বার তাঁর কাজ প্রশংসিত হচ্ছে৷ ‘মির্জাপুর’, ‘গ্যাংস অফ ওয়াসিপুর’, ‘মিমি’, ‘স্ত্রী’, ‘লুডো’, ‘৮৩’-এর মতো জনপ্রিয়, প্রশংসিত ছবি এবং সিরিজে তাঁকে দেখা গিয়েছে৷ তাছাড়া পঙ্কজকে শেষ দেখা গিয়েছিল নেটফ্লিক্সের ‘মার্ডার মুবারক’ ছবিতে৷ এছাড়াও তিনি ‘সেক্রেড গেমস’, ‘ক্রিমিনাল জাস্টিস’, ‘ওএমজি ২’, ‘গুঞ্জন সাক্সেনা: দ্য কার্গিল গার্ল’, ‘বরেলি কি বরফি’ ছাড়াও অন্যান্য চলচ্চিত্র ও সিরিজে তার কাজের জন্য জনপ্রিয়তার শীর্ষে পৌঁছিয়েছেন পঙ্কজ৷