• facebook
  • twitter
Friday, 5 December, 2025

একক সাইকেল অভিযান

নিজস্ব প্রতিনিধি- গঙ্গা বাঁচাও স্লোগান নিয়ে ভারতের গঙ্গোত্রী থেকে বাংলাদেশের বরিশাল পর্যন্ত দীর্ঘ তিন হাজার কিলোমিটার একক সাইকেল অভিযানে অবতীর্ণ যাদবপুর বাঘাযতীনের ছেলে সম্রাট মৌলিক। সম্রাট উত্তর ভারতের উত্তরাখন্ডের গঙ্গোত্রী থেকে বাংলাদেশের মেঘনা নদী যেখানে বঙ্গোপসাগরে মিশেছে, বরিশালের কুয়ানকাতা পর্যন্ত তিনি হাজার কিলোমিটার পথ অতিক্রম করবেন। গঙ্গা বাঁচাও অভিযানে সাইকেলে সম্রাট তাঁর যাত্রা শুরু করবেন

একক সাইকেল অভিযান

নিজস্ব প্রতিনিধি- গঙ্গা বাঁচাও স্লোগান নিয়ে ভারতের গঙ্গোত্রী থেকে বাংলাদেশের বরিশাল পর্যন্ত দীর্ঘ তিন হাজার কিলোমিটার একক সাইকেল অভিযানে অবতীর্ণ যাদবপুর বাঘাযতীনের ছেলে সম্রাট মৌলিক।

সম্রাট উত্তর ভারতের উত্তরাখন্ডের গঙ্গোত্রী থেকে বাংলাদেশের মেঘনা নদী যেখানে বঙ্গোপসাগরে মিশেছে, বরিশালের কুয়ানকাতা পর্যন্ত তিনি হাজার কিলোমিটার পথ অতিক্রম করবেন। গঙ্গা বাঁচাও অভিযানে সাইকেলে সম্রাট তাঁর যাত্রা শুরু করবেন ৮ ফেব্রুয়ারি এবং যাত্রা সমাপ্ত করবেন ২২ মার্চ।

Advertisement

Advertisement

Advertisement