ভারতীয় ও বিদেশি মুদ্রা মজুত করে রাখার অভিযোগে শিলিগুলি থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দপ্তরের (ডিআরআই) উত্তরবঙ্গের জোনাল শাখা। গোপন সূত্রে খবর পেয়ে ধৃতের বাড়ি ও দুটি অফিসে তল্লাশি চালিয়েছিলেন তদন্তকারীরা। সেখান থেকে বিদেশি মুদ্রা এবং ভারতীয় অর্থ মিলিয়ে মোট প্রায় ১ কোটি ১৪ লক্ষ ৫৩ হাজার ২৬২ টাকা উদ্ধার করা হয়।
শনিবার গোপন সূত্রে খবর পেয়ে শিলিগুলির মাটিগাড়ার বাসিন্দা ব্যবসায়ী শ্যামবাবু প্রসাদের বাড়ি ও অফিসে অভিযান চালিয়েছিলেন ডিআরআই–এর আধিকারিকরা। তারপর সেখান থেকে বিপুল পরিমাণে ভারতীয় ও বিশ্বের বিভিন্ন দেশের মুদ্রা উদ্ধার করা হয়।তদন্তকারীদের অনুমান, নেপাল থেকে এই বিদেশি মুদ্রার বিনিময়ে বড় অঙ্কের টাকার লেনদেন করেছিলেন অভিযুক্ত ব্যক্তি। এই সকল বিদেশের মুদ্রা বিদেশি পর্যটকদের কাছে বেশি দামে বিক্রি করাই ছিল মূল লক্ষ্য।
Advertisement
তদন্তকারীদের কাছে বিষয়টি পরিষ্কার হতেই শ্যামবাবু প্রসাদকে গ্রেপ্তার করা হয়। তাঁকে শিলিগুড়ি আদালতে পেশ করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে ডিআরআই। এই ঘটনায় আর কেউ জড়িত কি না তা খতিয়ে দেখা হচ্ছে।
Advertisement
Advertisement



