আগামীর দিন শুভ না অশুভ, তার ইঙ্গিত কি বর্তমানেই লুকিয়ে থাকে? আমরা কি সেই বার্তা বুঝতে পারি? এমনই দার্শনিক প্রশ্নের উত্তর খুঁজতে চলতি বছরে বিশেষ থিম নিয়ে হাজির হচ্ছে সিকদার বাগান সাধারণ দুর্গোৎসব। শহরের প্রাচীনতম বারোয়ারি পুজোগুলির অন্যতম এই দুর্গোৎসব এবার পদার্পণ করছে ১১৩তম বছরে। এবারের থিমের নাম – ‘সংকেত’।
পুজো কমিটির সদস্যা জিনিয়া মুখার্জি জানিয়েছেন, ‘আমাদের থিমের মাধ্যমে বোঝানো হচ্ছে প্রকৃতি নিয়ত মানুষকে সংকেত দিচ্ছে। ঠিক যেমন পাখির ডাক ভোরের আগমনের বার্তা দেয়, তেমনই প্রকৃতিও আমাদের নানা ইঙ্গিত পাঠায়।’ থিম রূপায়ণের দায়িত্বে রয়েছেন শিল্পী মানস দাস। উদ্যোক্তাদের বক্তব্য, আজকের দিনে মানব সভ্যতার লাগাতার প্রকৃতি ধ্বংসের ফলে একের পর এক দুর্যোগ দেখা দিচ্ছে। কোথাও ভূমিক্ষয়, কোথাও মেঘভাঙা বৃষ্টিতে ধস, আবার কোথাও অস্বাভাবিক বন্যা— সবই প্রকৃতির পাঠানো সতর্কবার্তা।
Advertisement
এই গভীর তাৎপর্যপূর্ণ বার্তা ফুটিয়ে তুলতে মণ্ডপ নির্মাণে ব্যবহার করা হচ্ছে টিন, কাঠ, জানলা-দরজা, প্লাস্টার অফ প্যারিস-সহ নানা উপকরণ। উদ্যোক্তাদের আশা, দর্শনার্থীরা শুধু দেবী দর্শনেই থেমে থাকবেন না, বরং এই বার্তাটিও হৃদয়ঙ্গম করবেন প্রকৃতি বারবার সংকেত দিচ্ছে, এখনই সাবধান না হলে সামনে অপেক্ষা করছে আরও বড় বিপদ।
Advertisement
সিকদার বাগান দুর্গোৎসব সব সময়ই কলকাতার সংস্কৃতির অংশ হিসেবে সমাদৃত। এ বছর তাদের থিম একদিকে যেমন পরিবেশ বার্তা বহন করছে, তেমনই দর্শকদের মনে জাগিয়ে তুলবে প্রশ্ন আমরা কি সত্যিই সংকেতগুলোকে বুঝতে শিখেছি? সিকদার বাগানের এবারের দুর্গোৎসব তাই শুধুই উৎসব নয়, বরং এক সতর্কবার্তা, ভবিষ্যৎকে সুন্দর করতে হলে আজই সচেতন হতে হবে।
Advertisement



