স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পশ্চিম মেদিনীপুর জেলার বাসিন্দা শেখ হানিফ আলি একজন পরিযায়ী শ্রমিক। তিনি কাঠের কাজে ওড়িশার কটক জেলায় কর্মরত ছিলেন। তাঁকে বাংলাদেশী সন্দেহে আটক করার পর শেখ হানিফ আলির পরিবার চাইছেন, রাজ্য সরকারের হস্তক্ষেপে তাঁদের ছেলে বাড়িতে ফিরে আসুক।