• facebook
  • twitter
Friday, 5 December, 2025

দমদমে আগুনে ভস্মীভূত বেশ কয়েকটি ঝুপড়ি

কলকাতা, ১৩ এপ্রিল: আজ, শনিবার দুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল দমদমের ছাতাকলের বস্তি এলাকায়। ভস্মীভূত হয়ে যায় সারিবদ্ধ বেশ কয়েকটি ঝুপড়ি। আশ্রয়হীন হয়ে পড়ল বহু গরিব পরিবার। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দমকল। আগুন নেভাতে আনা হয় ১০টি ইঞ্জিন। ততক্ষণে ভস্মীভূত হয়ে যায় বেশ কয়েকটি ঝুপড়ি। আগুন লাগার পর ঝুপড়ির বাসিন্দাদের রান্নার গ্যাসে বিস্ফোরণ ঘটে।

কলকাতা, ১৩ এপ্রিল: আজ, শনিবার দুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল দমদমের ছাতাকলের বস্তি এলাকায়। ভস্মীভূত হয়ে যায় সারিবদ্ধ বেশ কয়েকটি ঝুপড়ি। আশ্রয়হীন হয়ে পড়ল বহু গরিব পরিবার। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দমকল। আগুন নেভাতে আনা হয় ১০টি ইঞ্জিন। ততক্ষণে ভস্মীভূত হয়ে যায় বেশ কয়েকটি ঝুপড়ি। আগুন লাগার পর ঝুপড়ির বাসিন্দাদের রান্নার গ্যাসে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। দমকল বাহিনী দীর্ঘক্ষণের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সমর্থ হয়।

জানা গিয়েছে, খুবই দরিদ্র পরিবারের বাস এই বস্তি এলাকায়। অনেকে আবর্জনা কুড়িয়ে জীবিকা নির্বাহ করেন। ফলে ঘটনাস্থলে প্লাস্টিকের মতো প্রচুর দাহ্য পদার্থ মজুত ছিল। স্তূপীকৃত সেই আবর্জনায় আগুন লেগে যেতেই, তা দ্রুত ছড়িয়ে পড়ে এবং বিশাল আকার ধারণ করে। একের পর এক পার্শ্ববর্তী ঝুপড়িতে আগুন লেগে যায়। দমকল আগুনের বর্ধিত সীমানায় দাঁড়িয়ে জল ঢালতেই আগুন একটা জায়গায় এসে আর বিস্তার করতে পারেনি। ফলে দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হয়।

Advertisement

তবে ঘিঞ্জি এলাকা হাওয়ায় দমকলের সবকটি ইঞ্জিন আগুন নেভানোর কাজে ঠিকঠাক অংশগ্রহণ করতে পারেনি। পর্যাপ্ত জায়গার অভাবে দমকলের সবকটি ইঞ্জিন আগুনের কাছে পৌঁছতে পারেনি। সেজন্য আগুন নিয়ন্ত্রণে আনতে যথেষ্ট বেগ পেতে হয়। ঘটনাস্থল পরিদর্শনে যান দমকল মন্ত্রী সুজিত বসু। ছিলেন সাংসদ সৌগত রায় ও সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তী। আগুন লাগার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে। এদিকে আগুনে সর্বস্ব হারিয়ে নিরাশ্রয় হয়ে যাওয়া এইসব বাসিন্দাদের পুনর্বাসনের প্রতিশ্রুতি দিয়েছে রাজ্য সরকার।

Advertisement

 

Advertisement