• facebook
  • twitter
Sunday, 14 December, 2025

দুর্গাপুজোর সরকারি অনুদান নিচ্ছে বিজেপি ‘ঘনিষ্ঠ’ একাধিক ক্লাব

মুখে বিরোধিতা সত্ত্বেও হাত পেতে দুর্গাপুজোর সরকারি অনুদান নিচ্ছে বিজেপি নেতাদের দ্বারা পরিচালিত একাধিক দুর্গাপুজো ক্লাব। বিজেপির এরকম দ্বিচারিতা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জের পর এবার হাওড়ার দুটি ক্লাবের দুর্গাপুজোর ক্ষেত্রে এই দ্বিচারিতা প্রকাশ্যে এসেছে। ক্লাবগুলির মধ্যে একটি হল বেলিলিয়াস রোডের ‘যুগ্ম ক্লাব কর্মীচক্র’ এবং অপরটি হল দাশনগরের আড়পাড়া এ পি

প্রতিনিধিত্বমূলক চিত্র

মুখে বিরোধিতা সত্ত্বেও হাত পেতে দুর্গাপুজোর সরকারি অনুদান নিচ্ছে বিজেপি নেতাদের দ্বারা পরিচালিত একাধিক দুর্গাপুজো ক্লাব। বিজেপির এরকম দ্বিচারিতা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জের পর এবার হাওড়ার দুটি ক্লাবের দুর্গাপুজোর ক্ষেত্রে এই দ্বিচারিতা প্রকাশ্যে এসেছে। ক্লাবগুলির মধ্যে একটি হল বেলিলিয়াস রোডের ‘যুগ্ম ক্লাব কর্মীচক্র’ এবং অপরটি হল দাশনগরের আড়পাড়া এ পি জে ক্লাব।

চলতি বছরে রাজ্যের দুর্গাপুজো কমিটিগুলির জন্য ১ লক্ষ ১০ হাজার টাকা করে সরকারি অনুদান দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। প্রথম থেকে এই অনুদানের বিরোধিতা করে আসছে বিজেপি। কিন্তু রাজ্যের বিভিন্ন এলাকায় একাধিক বিজেপি নেতার নেতৃত্বাধীন পুজো কমিটিগুলি পুজোর আগে কোনও দ্বিধা না করে সরকারি অনুদান গ্রহণ করছে।

Advertisement

হাওড়ার বেলিলিয়াস রোডের ‘যুগ্ম ক্লাব কর্মীচক্র’ পুজো কমিটির সভাপতি হলেন বিজেপির রাজ্যস্তরের নেতা সঞ্জয় সিং। অন্যন্য বছরের মতো এ বছরও হাওড়া থানা থেকে সরকারি ১ লক্ষ ১০ হাজার টাকা অনুদান নিয়েছে এই পুজো কমিটি। যদিও এ বিষয়ে সঞ্জয় সিং জানিয়েছেন, তিনি ‘যুগ্ম ক্লাব কর্মীচক্র’ ক্লাবের দুর্গাপুজো কমিটির পদে থাকলেও এখন তিনি প্রত্যক্ষভাবে পুজোর সঙ্গে যুক্ত নন। বাকি সদস্যরাই সব দায়িত্ব পালন করেন। তাঁর পুজো কমিটি অনুদানের টাকা নিয়েছেন কি না তা–ও তিনি জানেন না। ওই পুজো কমিটি চলতি বছর কত তম বছরে পদার্পণ করেছে সেটাও তিনি জানাতে পারেননি।

Advertisement

দাশনগরের আড়পাড়া এ পি জে ক্লাব চলতি বছর ২১ বর্ষে পদার্পণ করবে। এই ক্লাবের দুর্গাপুজো কমিটির আহ্বায়ক হলেন বিজেপির শিবপুরের মণ্ডল যুব সভাপতি সন্দীপ মাল। এই পুজো কমিটি এ বছরও এখনও পর্যন্ত সরকারি অনুদান পায়নি। তবে দাশনগর থানা থেকে চেক বিলি হলে তাঁরা সেই টাকা নেবেন বলে স্পষ্ট জানিয়েছেন বিজেপি নেতা। এ বিষয়ে সন্দীপ জানিয়েছেন, অনুদানের টাকা কারও ব্যক্তিগত টাকা নায়। এটা সরকারি টাকা, জনগণের টাকা। তাই এই টাকা নিতে কোনও দ্বিধাবোধ করছেন না তিনি।

Advertisement