• facebook
  • twitter
Friday, 5 December, 2025

মালদহে ফের সোনার দোকানে ডাকাতি

মালদা, ৬ ফেব্রুয়ারি: সম্প্রতি মালদার চাঁচলে সোনার দোকানে ভয়াবহ ডাকাতির ঘটনার রেশ কাটতে না কাটতেই আবার মালদহে সোনার দোকানে ডাকাতি। এবার হবিবপুরের বুলবুলচণ্ডীতে একটি সোনার দোকানে এই ডাকাতির ঘটনা ঘটে। গতকাল গভীর রাতে বুলবুলচণ্ডীর অরুনা মার্কেটে সোনার দোকানে লকারের ভল্ট ভেঙে এই ডাকাতি করে দুষ্কৃতীরা। প্রমাণ লোপাটের জন্য ওই দোকানের সিসিটিভি ফুটেজের হার্ডডিস্কও গায়েব করেছে

মালদা, ৬ ফেব্রুয়ারি: সম্প্রতি মালদার চাঁচলে সোনার দোকানে ভয়াবহ ডাকাতির ঘটনার রেশ কাটতে না কাটতেই আবার মালদহে সোনার দোকানে ডাকাতি। এবার হবিবপুরের বুলবুলচণ্ডীতে একটি সোনার দোকানে এই ডাকাতির ঘটনা ঘটে।

গতকাল গভীর রাতে বুলবুলচণ্ডীর অরুনা মার্কেটে সোনার দোকানে লকারের ভল্ট ভেঙে এই ডাকাতি করে দুষ্কৃতীরা। প্রমাণ লোপাটের জন্য ওই দোকানের সিসিটিভি ফুটেজের হার্ডডিস্কও গায়েব করেছে দুষ্কৃতীরা। তবে শেষ রক্ষা হয়নি। পাশের দোকানের সিসিটিভি ক্যামেরায় ডাকাতির ছবি ধরা পড়ে। সেই ফুটেজে ছয়জন ডাকাতকে দেখা গিয়েছে।

Advertisement

জানা গিয়েছে, এদিন রাত দেড়টা নাগাদ সাত থেকে আট জনের ডাকাতদল আসে। সেই সময় অন্য এক কাপড় ব্যবসায়ী হাটে যাবার জন্য নিজ দোকানে কাপড় নিতে যায়। তাকে ওই ডাকাত দল বেঁধে রেখে সোনার দোকান থেকে লুটপাট চালায়। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিস ও স্বর্ণ ব্যবসায়ী সমিতির সদস্যরা। মালদহে বারবার সোনার দোকানে ডাকাতির ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

Advertisement

Advertisement