• facebook
  • twitter
Friday, 13 September, 2024

বনগাঁয় উঁচু বাতি স্তম্ভের দাবিতে পথ অবরোধ

বসিরহাট- সোমবার দুপুরে বনগাঁয় উঁচুবাতি স্তম্ভের দাবিতে বাসিন্দারা পথ অবরোধ করে। বেলা ১২টা নাগাদ প্লাকার্ড নিয়ে বাসিন্দারা পথ অবরোধ করে প্রায় ১ঘন্টা ধরে। এর ফলে নেড়াপুকুর এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। স্থানীয়রা জানায়, নেড়াপুকুর এলাকা রাতে অন্ধকারে আচ্ছন্ন হয়ে যায়, এতে স্থানীয়রা অনেকদিন ধরেই নানা রকম সমস্যার সম্মুখীন হচ্ছে। এই জন্যই তারা উঁচু বাতিস্তম্ভের দাবিতে

বনগাঁয় উঁচু বাতি স্তম্ভের দাবিতে পথ অবরোধ

বসিরহাট- সোমবার দুপুরে বনগাঁয় উঁচুবাতি স্তম্ভের দাবিতে বাসিন্দারা পথ অবরোধ করে। বেলা ১২টা নাগাদ প্লাকার্ড নিয়ে বাসিন্দারা পথ অবরোধ করে প্রায় ১ঘন্টা ধরে।

এর ফলে নেড়াপুকুর এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। স্থানীয়রা জানায়, নেড়াপুকুর এলাকা রাতে অন্ধকারে আচ্ছন্ন হয়ে যায়, এতে স্থানীয়রা অনেকদিন ধরেই নানা রকম সমস্যার সম্মুখীন হচ্ছে।

এই জন্যই তারা উঁচু বাতিস্তম্ভের দাবিতে পথ অবরোধ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবরোধকারীদের সাথে কথা বলে অবরোধ তুলে দেয়। এলাকার বিধায়ক বিশ্বজিত দাস জানান, এতা বিরোধীদের চক্রান্ত।

অন্যদিকে ট্রাক চুরির অভিযোগে বনগাঁ থানার পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে। নাম সুমন পাল, বিশ্বজিৎ সর্দার ও সুমন মন্ডল। ট্রাক চুরির অভিযোগের প্রেক্ষিতে তদন্তে নেমে পুলিশ ট্রাকসহ তিনজনকে গ্রেফতার করেছে।