• facebook
  • twitter
Saturday, 5 October, 2024

পে-লোডারের ধাক্কায় মৃত্যু পড়ুয়ার, পুলিশকে ঘিরে বিক্ষোভ

পুলিশকে দেখে আরও অগ্নিগর্ভ হয়ে ওঠে পরিস্থিতি

মহালয়ার সকালে টিউশন পড়তে যাচ্ছিল নবম শ্রেণীর পড়ুয়া। পড়তে যাওয়ার পথেই রাস্তা সারাইয়ের জন্য নিয়ে আসা পে-লোডারের ধাক্কায় নাবালক পড়ুয়া পিষে যায় গাছের সঙ্গে। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

বুধবার সকালে ঘটনাটি ঘটেছে বাঁশদ্রোণী এলাকায়। ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। রাস্তার কাজ বন্ধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে বেহাল অবস্থা রাস্তার। একাধিকবার স্থানীয় কাউন্সিলরকে জানিয়েও কোনও সুরাহা হয়নি।

স্থানীয় সূত্রে খবর, এদিন সকালে রাস্তার ধারে সাইকেল নিয়ে দাঁড়িয়ে ছিল সে। তখনই পে লোডার পিষে দেয় ছাত্রটিকে। মাথায় গুরুতর আঘাত নিয়ে তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। তবে শেষ রক্ষা হয়নি। অন্যদিকে এলাকায় পথদুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বাঁশদ্রোণী থানার পুলিশ। যদিও পুলিশকে দেখে আরও অগ্নিগর্ভ হয়ে ওঠে পরিস্থিতি। পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয় বাসিন্দারা।