১৬২ দিন বিচার পেল তিলোত্তমা। আরজি কর মামলার দোষী সাব্যস্ত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়। শনিবার শিয়ালদহ আদালতের বিচারক অনির্বাণ দাস ওই রায় ঘোষণা করেন। ভারতীয় ন্যায় সংহিতার ৬৪ (ধর্ষণ), ৬৬ (ধর্ষণের পর মৃত্যু) এবং ১০৩ (১) (খুন) ধারায় দোষী সাব্যস্ত করা হয়েছে সঞ্জয়কে। আরজি কর-কাণ্ডে একমাত্র অভিযুক্ত হিসাবে সঞ্জয়ের নাম করেছিল সিবিআই।
যদিও এদিনও সঞ্জয় রায় নিজেকে নির্দোষ বলে দাবি করেছে। তার বক্তব্য, এই কাজ একার পক্ষে করার সম্ভব নয়। কিন্তু বিচারক জানিয়েছেন, সঞ্জয়েত বিরুদ্ধে সব অভিযোগের প্রমাণ রয়েছে। শনিবার নির্যাতিতার পরিবারের ৫ সদস্য আদালত কক্ষে উপস্থিত ছিলেন। তবে সাধারণ মানুষকে আদালত কক্ষে ঢুকতে দেওয়া হয়নি।
Advertisement
বিচারক অনির্বাণ দাস বলেন, আগামী সোমবার দুপুর সাড়ে ১২টায় রায় ঘোষণা করবে আদালত। আরজি করের চিকিৎসকের ধর্ষণ এবং খুন মামলায় বিচারপ্রক্রিয়া শুরু হয় গত বছরের ১১ নভেম্বর। সেই হিসেবে ৫৯ দিনের মাথায় ঘটনার বিচারপর্ব শুরু হয়। ১৬২ দিনের মাথায় রায় ঘোষণা করল আদালত। আর ১৬৪ দিনের মাথায় সাজা ঘোষণা করা হবে।
Advertisement
Advertisement



