ষষ্ঠী ও সপ্তমীতে বৃষ্টি-অসুরের দেখা না মিললেও, অষ্টমীতে তার আগমন টের পেয়েছে শহরবাসী। মঙ্গলবার দুপুর গড়াতেই কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় শুরু হয় বিক্ষিপ্ত বৃষ্টি। তবে আবহাওয়ার যা পূর্বাভাস, তাতে নবমী ও দশমীতে আরও বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে।
আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, উত্তর আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। সেটি নিম্নচাপ অঞ্চলে পরিণত হওয়ার সম্ভাবনা থাকায় আগামী দিনে রাজ্যে বৃষ্টির দাপট বাড়তে পারে। তার প্রভাবেই বুধবার নবমীতে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে।
Advertisement
কলকাতার পাশাপাশি হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া—এই সমস্ত জেলাতেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সবচেয়ে বেশি চিন্তার কারণ হয়ে উঠছে দশমী। বৃহস্পতিবার শহর কলকাতায় ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে।
Advertisement
উপকূল সংলগ্ন দুই মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা এবং হাওড়ায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। দুর্গাপূজার উৎসবমুখর আবহে এই বৃষ্টির আশঙ্কা পূজা উদ্যোক্তা থেকে সাধারণ দর্শনার্থী—সকলকেই চিন্তায় ফেলেছে। তবে প্রশাসনের তরফে জানানো হয়েছে, বৃষ্টির পূর্বাভাস মাথায় রেখেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
Advertisement



