ছট পুজোর জন্য বুধবার রাত ৮টা থেকে বন্ধ হয়ে গেল রবীন্দ্র সরোবর ও সুভাষ সরোবর। ন্যাশনাল গ্রিন ট্রাইবুনালের নির্দেশ অনুযায়ী, এই দুটি সরোবরে ছট পুজোর কাজ করা যাবে না। তাই বুধবার রাত থেকেই বন্ধ হয়ে গেল সরোবর দুটির গেট। খুলবে ৮ নভেম্বর শুক্রবার দুপুর ১২টায়। জানানো হয়েছে, ছট পুজো চলাকালীন এই দুটি লেকে কেউ ঢুকতে পারবেন না।
বুধবার থেকেই লেক চত্বরে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। কোনও রকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুটি লেক মিলিয়ে অন্তত ১৫০ জন পুলিশকে নিরাপত্তার দায়িত্বে রাখা হয়েছে। প্রতিটি প্রবেশদ্বারে থাকবে অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার অফিসার।
কলকাতা পৌরসভার তরফে জানানো হয়েছে, ছট পুজোর জন্য গঙ্গার ঘাট, বিভিন্ন ঝিল ও জলাশয়ে উপযুক্ত পরিকাঠামো তৈরি করা হয়েছে। ফিরহাদ হাকিম জানান, কেএমডিএ-র ৪০টি ঘাট রয়েছে যেখানে ছট পুজো করতে পারবেন ছট ব্রতীরা। এছাড়া কলকাতা পুরসভা অস্থায়ীভাবে ১৮টি ঘাট তৈরি করেছে। পাশাপাশি স্থায়ীভাবে ২২টি ঘাট রয়েছে। অন্যদিকে দই ঘাটেও অন্যান্য বছরের মতোই ব্যবস্থা করেছে কলকাতা পুরসভা। ঘাটগুলিতে পর্যাপ্ত আলো এবং নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করা হয়েছে বলে জানা গিয়েছে।
Advertisement
Advertisement
Advertisement



