বাংলার সমস্ত সিনেমা হলে বিবেক অগ্নিহোত্রীর সিনেমা ‘দ্য বেঙ্গল ফাইলস’ দেখানো হোক, এই দাবি নিয়ে মঙ্গলবার হাইকোর্টে জনস্বার্থ মামলা করেছেন নদিয়ার বাসিন্দা সায়ন কংসবণিক।
তাঁর স্পষ্ট বক্তব্য, যে ছবি সেন্সর বোর্ডের পক্ষ থেকে ছাড়পত্র পেয়েছে সেই ছবি থেকে দর্শকদের বঞ্চিত রাখার অর্থ আইনের লঙ্ঘন করা। এই বিষয় তিনি আদালতের হস্তক্ষেপের আবেদন জানিয়েছেন। বাংলার ছাড়া সর্বত্র মুক্তি পেয়েছে ‘দ্য বেঙ্গল ফাইলস’। কোথাও কোনও অসুবিধা হচ্ছে না। অথচ এই রাজ্যের মানুষের ইচ্ছে হলে তাঁরা এই সিনেমা দেখতে পারবে না। একদিক থেকে এটির অর্থ শিল্পের পথে বাধা দেওয়া।
Advertisement
আইনজীবী সৌমেন্দু মুখোপাধ্যায় ও নিকুঞ্জ বার্লিয়া এই মামলাটি লড়ছেন। তবে এই ঘটনা প্রথম নয়। এর আগেও পরিচালক বিবেক অগ্নিহোত্রীর বিরুদ্ধে ‘প্রোপাগান্ডা’ সিনেমা তৈরির অভিযোগ উঠেছে। সিনেমার জন্য আইনের দ্বারস্থ হতে হয়েছে।
Advertisement
Advertisement



