ছাত্র-ছাত্রীদের কাছ থেকে বেশি ভাড়া নেওয়ার প্রতিবাদে পথ অবরােধ করে বিক্ষোভ কুমারগঞ্জে। সােমবার দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ ব্লকের। সােমজিয়া পঞ্চায়েতের মল্লাদিঘি এলাকায় পথ অবরােধ করে বিক্ষোভ দেখায় ছাত্রছাত্রীরা।
অভিযােগ দীর্ঘদিন ধরে ওই এলাকার গাড়ি গুলিতে ছাত্র ছাত্রীদের কাছ থেকে স্টুডেন্ট ভাড়া নেওয়া হচ্ছে না। ঘটনার প্রতিবাদে দিন পথ অবরােধ করে বিক্ষোভ দেখায় ছাত্র-ছাত্রীরা। রাস্তায় সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে প্ল্যাকার্ড হাতে নিয়ে স্লোগান দেয় তারা।
Advertisement
সঞ্জয় রায় এবং নিটু রায় নামে দুই ছাত্র জানিয়েছে, বাসে উঠলেই তাদের সঙ্গে খারাপ ব্যবহার করা হয়। তাদের দাবি সাধারণ ভাড়ার থেকে একতৃতীয়াংশ ভাড়া ছাত্র-ছাত্রীদের কাছ থেকে নেওয়া হােক।
Advertisement
Advertisement



