• facebook
  • twitter
Wednesday, 18 September, 2024

হাসিমারায় প্রধানমন্ত্রী

মেঘালয় যাবার আগে ডুয়ার্সের হাসিমারায় নামলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর সেই কারণে বৃহস্পতিবার উত্তরবঙ্গে বিজেপি নেতা ও কর্মীদের ভিড় ও তৎপরতা ছিল চোখে পড়ার মত। দলের নেতা মুকুল রায় এদিন সকালে শিলিগুড়ি আসেন। শিলিগুড়ি থেকে তিনিয যান হাসিমারায়। এদিন দিল্লি থেকে আলিপুরদুয়ারের সেনা ছাউনিতে পৌঁছন প্রধানমন্ত্রী। সেখানে তিনি বিজেপির উত্তরবঙ্গের বিভিন্ন জেলা সভাপতিদের সাথে বৈঠক

হাসিমারায় প্রধানমন্ত্রী

মেঘালয় যাবার আগে ডুয়ার্সের হাসিমারায় নামলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর সেই কারণে বৃহস্পতিবার উত্তরবঙ্গে বিজেপি নেতা ও কর্মীদের ভিড় ও তৎপরতা ছিল চোখে পড়ার মত।

দলের নেতা মুকুল রায় এদিন সকালে শিলিগুড়ি আসেন। শিলিগুড়ি থেকে তিনিয যান হাসিমারায়। এদিন দিল্লি থেকে আলিপুরদুয়ারের সেনা ছাউনিতে পৌঁছন প্রধানমন্ত্রী। সেখানে তিনি বিজেপির উত্তরবঙ্গের বিভিন্ন জেলা সভাপতিদের সাথে বৈঠক করেন বলে জানা গিয়েছে।

আসন্ন পঞ্চায়েত ভোট নিয়ে দলের রণকৌশল নিয়ে আলোচনা হয়েছে সলে সূত্রের খবর। সেই অনুযায়ী মুকুল রায়ও আসেন। এদিন বিভিন্ন স্থান থেকে বিজেপি নেতা ও কর্মীরা হাসিমারা আসেন প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে।

এদিন সকালে মুকুল রায় এনজেপি স্টেশনে বলেন, দেশে এখন উনিশটি রাজ্যে বিজেপির শাসন চলছে। প্রধানমন্ত্রী সেখানেই যাবেন, সেখানেই তার প্রভাব পড়বে। রাজ্যে শিল্প সম্মেলন নিয়েও তিনি প্রশ্ন তোলেন।

বলেন, একসময় সোমনাথ চ্যাটার্জিকে ‘মৌদাদা’ বলতাম। এখন ‘মৌদিদি’ বলতে হবে। পাহাড় থেকে সেনা প্রত্যাহারে তাঁর বক্তব্য, রাজ্য সরকার তো বলছে পাহাড় এখন শান্ত। তবে সেখানে সেনা প্রয়োজন কিসের?