হিংসা নিয়ে রাজ্যপালকে ফোন প্রধানমন্ত্রীর, টুইট রাজ্যপালের 

ভােট পরবর্তী হিংসা নিয়ে উদ্বগ প্রকাশ করে রাজ্যপালকে ফোন করেছিলেন প্রধানমন্ত্রী। টুইট করে এ কথা জানালেন রাজ্যপাল জগদীপ ধনখড়।

Written by SNS Kolkata | May 5, 2021 9:24 pm

রাজ্যপাল জগদীপ ধনকড় (File Photo: IANS)

ভােট পরবর্তী হিংসা নিয়ে উদ্বগ প্রকাশ করে রাজ্যপালকে ফোন করেছিলেন প্রধানমন্ত্রী। টুইট করে এ কথা জানালেন রাজ্যপাল জগদীপ ধনখড়। টুইটে তিনি লিখেছেন, ‘রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে ফোনে উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর কাছে আমিও উদ্বেগ প্রকাশ করেছি। দায়িত্বপ্রাপ্তদের উচিত এই বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া’। 

মঙ্গলবার সকাল থেকে একাধিক টুইটে রাজ্যের আইনশৃঙ্খলার অবনতি নিয়ে প্রশ্ন তােলেন। সেখানে প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা বলেন। টুইটে ট্যাগ করেন কলকাতা পুলিশ ও রাজ্য পুলিশকেও। 

প্রশ্ন করে বলেন, ‘বিদেশে অবস্থিত ভারতীয়রা প্রশ্ন তুলছেন, ভােট পরবর্তী হিংসা পশ্চিমবঙ্গেই কেন হবে? কেন এভাবে গণতন্ত্রকে হেনস্থা করা হবে?’ 

প্রসঙ্গত, ভােটের ফল ঘােষণার পরেই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলের কর্মীদের শান্ত থাকার নির্দেশ দিয়েছিলেন। তারপরে বিজেপি-র তরফ থেকে অভিযােগ করা হয়, রাজ্যে একাধিক জায়গায় তাদের দলের কর্মীদের উপর অত্যাচার করা হয়েছে।