কংগ্রেসে ফিরলেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের ছেলে অভিজিৎ মুখোপাধ্যায়। বুধবার রাজ্য কংগ্রেসের সদর দপ্তরে প্রদেশ সভাপতি শুভঙ্কর সরকারের উপস্থিতিতে তিনি পুরনো দলে যোগদান করলেন। অভিজিৎ ফিরে আসায় দলীয় কর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা দিয়েছে। কংগ্রেস ছেড়ে তিনি ‘অরাজনৈতিক ভুল’ কাজ করেছিলেন বলে জানান অভিজিৎ। তবে কংগ্রেসে ফিরলেও তিনি সক্রিয় রাজনীতিতে ফিরবেন কি না তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে। কংগ্রেস সূত্রের খবর, ২০২৬ সালের রাজ্য বিধানসভা নির্বাচনে অভিজিৎকে প্রার্থী করতে পারে দল।
২০২১ সালের জুলাই মাসে কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিলেন অভিজিৎ মুখোপাধ্যায়। কিন্তু তৃণমূলে যোগদানের পর তাঁকে সক্রিয় রাজনীতিতে সেভাবে দেখা যায়নি। এদিন ফের নিজের পুরনো দলে ফিরে এসে কংগ্রেসের প্রশংসা করলেন প্রণবপুত্র। তাঁর কথায়, ‘আমার আজ দ্বিতীয় জন্মদিন। কংগ্রেসে আসা সম্ভব হয়েছে সনিয়া গান্ধীজি, রাহুল এবং প্রিয়াঙ্কা গান্ধীদের জন্য। ভারতে জাতি-ধর্ম-নির্বিশেষে সকলকে ধরে রাখার ক্ষমতা কংগ্রেসের ছাড়া আর কারও নেই।’ এদিন তাঁর কংগ্রেস ছেড়ে যাওয়াকে ‘অরাজনৈতিক ভুল’ বলে ব্যাখ্যা করেছেন।
বুধবার দুপুর একটা নাগাদ বিধান ভবনে অভিজিৎ কংগ্রেসে যোগদান করেন। এদিন প্রদেশ সভাপতি ছাড়াও উপস্থিত ছিলেন প্রবীণ কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য, বিধায়ক গুলাম আহমেদ মীর সহ কংগ্রেসের প্রথম সারির নেতৃবৃন্দ। এদিন কংগ্রেসের সকল শীর্ষ নেতৃত্বের সামনে অভিজিৎ জানান, দল তাঁকে যে কাজ দেবে সেটাই তিনি মন দিয়ে করবেন। এছাড়াও তিনি প্রত্যন্ত এলাকায় গিয়ে যারা কংগ্রেস ছেড়ে অন্য দলে চলে গিয়েছেন তাঁদের ফিরিয়ে আনার চেষ্টা করবেন।