গঙ্গায় ফেলা হবে না অপরিশােধিত জল

 লকগেটগুলি থেকে অপরিশােধিত জল সরাসরি গঙ্গায় ফেলতে নারাজ কলকাতা পুরনিগম।ট্রিটমেন্ট প্ল্যান্টের মাধ্যমে পরিশােধন করে গঙ্গায় ফেলা হবে সেই জল,জানা গেছে এমনটাই।

Written by SNS New Delhi | July 9, 2019 2:07 pm

প্রতীকী ছবি (Getty Images)

লকগেটগুলি থেকে অপরিশােধিত জল সরাসরি গঙ্গায় ফেলতে নারাজ কলকাতা পুরনিগম।ট্রিটমেন্ট প্ল্যান্টের মাধ্যমে পরিশােধন করে গঙ্গায় ফেলা হবে সেই জল,জানা গেছে এমনটাই।

সােমবার উত্তর কলকাতার ৪ নম্বর বরোর অন্তর্গত সমস্ত ওয়ার্ডের কাউন্সিলরদের সঙ্গে বৈঠকে বসেন কলকাতা পুরসভার মেয়র পারিষদ(নিকাশি) তারক সিং।ঠনঠনিয়া কালীবাড়ি,সেন্ট্রাল অ্যাভিনিউ অর্থাৎ উত্তর কলকাতার যে সমস্ত এলাকায় জল জমার প্রবণতা রয়েছে সেই সমস্ত ওয়ার্ড নিয়ে বিশেষভাবে আলােচনা হয় এদিন।

সূত্রের খবর,এদিন ৪ নম্বর বরাের অন্তর্গত ওয়ার্ডের যে সব জায়গায় কোনও ড্রেন নেই,তার একটি তালিকা,যে সব জায়গায় খােলা ডেন রয়েছে এবং ভূগর্ভস্থ নিকাশি ব্যবস্থা করা সম্ভব তার একটি তালিকা এবং যে সব জায়গায় খােলা ড্রেন রয়েছে কিন্তু ভুগর্ভস্থ নিকাশি ব্যবস্থা করা যাবে না,তবে স্ল্যাব বসানাে যাবে তার তালিকা কাউন্সিলরদের বিভাগে দিতে নির্দেশ দিয়েছেন তারক সিং।

শুধু তাই নয়,লকগেটিগুলি থেকে বৃষ্টির জমা জল সরাসরি গঙ্গায় যাতে না ফেলা হয় সেই বিষয়টতে নজর রাখতেও নির্দেশ দেওয়া হয় কাউন্সিলরদের।

সূত্রের খবর,এই জল পরিশোধন করার জন্য পরিকাঠামাে তৈরি করতে সরকারের থেকে আর্থিক সহযােগিতা চেয়েছে কলকাতা পুরনিগম।১২ তারিখ শহরের জল জমার সমস্যার সমাধানের জন্য ইঞ্জিনিয়ারিং বিভাগ,কাউন্সিলদের সঙ্গে একটি বৈঠক করার সিদ্ধান্ত নিয়েছেন তারক সিং।