এক ভারতীয় দালাল এবং একজন বাংলাদেশিকে গ্রেপ্তার করল নদিয়ার ধানতলা থানার পুলিশ। মঙ্গলবার রাতে বিশেষ অভিযান চালিয়ে পানিখালী এলাকা থেকে এক ভারতীয় দালাল ও এক বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করে পুলিশ। সূত্রে খবর, ধৃত বাংলাদেশির নাম অনিশা খাতুন। বাড়ি বাংলাদেশের সাতক্ষীরা জেলায়। অপরদিকে ভারতীয় দালালের নাম হাবিবুর বিশ্বাস। বাড়ি ধানতলা থানার কুলগাছি এলাকায়।
পুলিশ সূত্রে খবর, ওই বাংলাদেশি মহিলা অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন এক বছর আগে। তারপর তিনি চলে যান মুম্বই। মঙ্গলবার ওই বাংলাদেশি মহিলা বাংলাদেশে ফিরে যাওয়ার জন্য ধানতলা থানা এলাকায় আসেন। তিনি অবৈধভাবে ভারতীয় দালাল মারফত বাংলাদেশে যাওয়ার চেষ্টা করেন। তখনই গোপন সূত্রে খবর পেয়ে ধানতলা থানার পুলিশ ওই বাংলাদেশি মহিলা এবং ভারতীয় দালালকে গ্রেপ্তার করে।