• facebook
  • twitter
Sunday, 18 May, 2025

মাদক ঠেকাতে তৎপর পুলিশ

অটোতে গাঁজা নিয়ে খড়গপুর শহরে ঢােকার মুখে মালঞ্চ রাখাজঙ্গল এলাকায় পুলিশের হাতে ধরা পড়ল চার যুবক। তাদের কাছ থেকে ২১ কেজি ৬০০ গ্রাম গাঁজা উদ্ধার হয়।

প্রতীকী ছবি (File Photo: IANS)

অটোতে গাঁজা নিয়ে খড়গপুর শহরে ঢােকার মুখে মালঞ্চ রাখাজঙ্গল এলাকায় পুলিশের হাতে ধরা পড়ল চার যুবক। তাদের কাছ থেকে ২১ কেজি ৬০০ গ্রাম গাঁজা উদ্ধার হয়।

পুলিশ চারজনকে গ্রেফতার করে। এই চারজন খড়গপুর শহরের বিভিন্ন জায়গায় ছিনতাইয়ের কাজে যুক্ত ছিল বলে পুলিশি সূত্রে খবর। অন্যদিকে খড়গপুর কেন্দ্রীয় বাসস্ট্যান্ড থেকে হেরােইন বিক্রির অভিযােগে এক মহিলা সহ তিনজনকে গ্রেফতার করে পুলিশ।