নুসরতেই আস্থা বসিরহাটবাসীর

 বসিরহাট লােকসভা কেন্দ্রের ফলাফল কি হবে তা নিয়ে নজর ছিল রাজনৈতিক মহল থেকে সকলেই।এই কেন্দ্রে দুই হেভিওয়েট প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।তৃণমূলের হয়ে নির্বাচন লড়েন অভিনেত্রী নুসরত জাহান এবং বিজেপি প্রার্থী সায়ন্তন বসু।

Written by রাকেশ শীল Kolkata | May 25, 2019 2:55 pm

অভিনেত্রী নুসরত জাহান(ছবি-ফেসবুক)

বসিরহাট লােকসভা কেন্দ্রের ফলাফল কি হবে তা নিয়ে নজর ছিল রাজনৈতিক মহল থেকে সকলেই।এই কেন্দ্রে দুই হেভিওয়েট প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।তৃণমূলের হয়ে নির্বাচন লড়েন অভিনেত্রী নুসরত জাহান এবং বিজেপি প্রার্থী সায়ন্তন বসু।

যদিও বৃহস্পতিবার গণনা শুরু হওয়ার পর দেখা যায় জোড়াফুলেই ভরসা রেখেছেন বসিরহাট লােকসভা কেন্দ্রের মানুষ।শেষ পাওয়া খবরে ১৬ রাউন্ড গণনা শেষে তৃণমূল প্রার্থী নুসরত জাহান এগিয়ে রয়েছেন ৩ লক্ষ ২০ হাজারের বেশি ভােটে।সকাল থেকে গণনার রাউন্ড যতই বেড়েছে ততই পিছিয়ে পড়েছেন বিজেপি প্রার্থী সায়ন্তন বসু।তৃণমূল প্রার্থীর জয়ের ব্যবধান যত বেড়েছে তৃণমূল নেতা-কর্মী সমর্থকদের উচ্ছাস তত বৃদ্ধি পেয়েছে।

বসিরহাট লােকসভা কেন্দ্রের অন্তর্গত সাতটি ও বিধানসভার দায়িত্বে থাকা তৃণমূলের দায়িত্বপ্রাপ্ত সেনাপতিরা এক জায়গায় বসে লক্ষ্য করেছেন জয়ের ব্যবধান।যে বিধানসভায় এলাকায় ব্যবধানে ভােট যত বৃদ্ধি করেছে সেই এলাকার নেতা কর্মীদের ততই উচ্ছাস বৃদ্ধি পেয়েছে।

বসিরহাট দক্ষিণের তৃণমূল বিধায়ক দীপেন্দু বিশ্বাস , বসিরহাট উত্তরের প্রাক্তন বিধায়ক এটিএম আব্দুল্ল,ব্লক সভাপতি সরােজ ব্যানার্জি,ব্লক কর্মাধ্যক্ষ্য সােমেন মণ্ডল , হাড়ােয়ার বিধায়ক হাজি নুরুল ইসলাম, সন্দেশখালি হিঙ্গলগঞ্জ , বাদুড়িয়া , মিনাখার বিধায়ক থেকে নেতৃত্ব জানান , এই জয় মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়, উন্নয়নের জয়।বসিরহাট কেন্দ্রে যে উন্নয়নের কাজ হয়েছে সেই উন্নয়নের দিকে তাকিয়েই মানুষ তৃণমূলকে সমর্থন করেছেন।বহু কর্মী সমর্থকদের দেখা যায় দলীয় কার্যালয়ের সামনে আবির খেলতে , পাশাপাশি চলে মিষ্টি মুখও।

গত ২০১৪ সালের লােকসভা নির্বাচনে প্রায় তৃণমূল প্রার্থী , ইদ্রিশ আলি জয়ী হন লক্ষাধিক বেশি  ভােটে।১৬ রাউন্ড শেষে তৃণমূল প্রার্থী এগিয়ে রয়েছেন ৩ লক্ষ ২০ হাজারের বেশি ভােটে। জয়ের মার্জিন যে গতবারের থেকে অনেকখানি বৃদ্ধি পাবে বলে আশাবাদী তৃণমূল নেতৃত্ব।