• facebook
  • twitter
Tuesday, 16 December, 2025

অসুস্থ অর্পিতা মুখোপাধ্যায়, ভর্তি হাসপাতালে

অসুস্থ অর্পিতা মুখোপাধ্যায়। ভর্তি বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে। সূত্রের খবর, অর্পিতার পেটে কোনও রকম সংক্রমণ হয়েছে।

অসুস্থ অর্পিতা মুখোপাধ্যায়। ভর্তি বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে। সূত্রের খবর, অর্পিতার পেটে কোনও রকম সংক্রমণ হয়েছে। মায়ের শ্রাদ্ধের কাজের পর থেকে তলপেটে ব্যথা অনুভব করেন। সেই কারণেই তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। নিয়োগ দুর্নীতি মামলায় জেলবন্দি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ এই অর্পিতা মুখোপাধ্যায়। সপ্তাহখানেক আগে জামিন পান একই মামলায় ধৃত অর্পিতা।

নিয়োগ দুর্নীতি মামলায় পার্থর বাড়িতে অভিযান চালিয়েছিল কেন্দ্রীয় সংস্থা ইডি। দীর্ঘ তল্লাশি এবং জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার করা হয়েছিল তাঁকে। পার্থের ‘ঘনিষ্ঠ’ বলে পরিচিত অর্পিতার টালিগঞ্জ এবং বেলঘড়িয়ার ফ্ল্যাটেও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা হানা দিয়েছিল। টালিগঞ্জের একটি আবাসনে অর্পিতার ফ্ল্যাট থেকে নগদ ২১ কোটি ৯০ লক্ষ টাকা উদ্ধার করেছিল হয়। বাজেয়াপ্ত করা হয়  প্রচুর বিদেশি মুদ্রা এবং সোনার গয়না।

Advertisement

২০২২-এর ২৭ জুলাই বেলঘড়িয়ার একটি আবাসনে অর্পিতার নামে থাকা দু’টি ফ্ল্যাট থেকেও মোট ২৭ কোটি ৯০ লক্ষ টাকা নগদে উদ্ধার করে ইডি। সঙ্গে প্রচুর টাকার গয়নাও। ইডির দাবি, অর্পিতার দু’টি ফ্ল্যাট থেকে নগদে মোট ৪৯ কোটি ৮০ লক্ষ টাকা এবং ৫ কোটি ৮ লক্ষ টাকার গয়না উদ্ধার হয়েছিল। তারপর অর্পিতেকেও গ্রেপ্তার করে ইডি।

Advertisement

২০২২ সালের ২২ জুন গ্রেপ্তার হয়েছিলেন পার্থ এবং অর্পিতা। ৮৫৭ দিন জেলবন্দি থাকার পর গত ২৫ নভেম্বর মুক্তি পান অর্পিতা। ৫ লক্ষ টাকার বন্ডে তাঁকে জামিন দিল ইডির বিশেষ আদালত। জামিনে পেলেও বেশ কিছু শর্ত মেনে চলতে হবে অর্পিতা মুখোপাধ্যায়কে। আদালতে জমা রাখতে হবে পাসপোর্ট, যেতে পারবেন না কলকাতার বাইরে।

Advertisement