• facebook
  • twitter
Saturday, 14 December, 2024

ধান কেনায় কারচুপি! তদন্তের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

মুর্শিদাবাদ জেলাজুড়ে ধান কেনায় কারচুপি। অভিযোগ মিলতেই কড়া পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফাইল চিত্র

মুর্শিদাবাদ জেলাজুড়ে ধান কেনায় কারচুপি। অভিযোগ মিলতেই কড়া পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যসচিব মনোজ পন্থকে গোটা ঘটনা সরেজমিনে খতিয়ে দেখে তদন্ত করার নির্দেশ দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার মুর্শিদাবাদের সাগরদিঘি বিধায়ক বাইরন বিশ্বাস ধান কেনায় কারচুপির অভিযোগ করেন। বাইরনের অভিযোগ, সরকারি নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে কুইন্টাল পিছু ধান থেকে ৫ কেজি করে কেটে নেওয়া হচ্ছে। ফলে চাষিরা কিছুটা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। সাগরদিঘির পাশাপাশি বিভিন্ন এলাকা থেকে এই অভিযোগ পেয়েছেন বলে জানিয়েছেন বাইরন।

বাইরন যখন মুখ্যমন্ত্রীকে এই অভিযোগ করেন, সেই সময় মুখ্যমন্ত্রীর কক্ষেই বসেছিলেন মুখ্যসচিব মনোজ পন্থ। সঙ্গে সঙ্গে মুখ্যসচিবকে পুরো ঘটনা তদন্ত করে দেখার নির্দেশ দেন মমতা। গরিব চাষিদের বঞ্চিত করার বিষয়টি যে একেবারেই বরদাস্ত করা হবে না, তা সাফ জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

চাষিদের কাছ প্রতি বছর ন্যূনতম সহায়ক মূল্যে ধান কেনে রাজ্য সরকার। যেহেতু মাঠ থেকে তুলেই চাষিরা সোজা ধান বিক্রয় কেন্দ্রে চলে আসেন, সেই কারণে ধানের মধ্যে ধুলো, বালি, কাঠি ইত্যাদি থাকে। সেই কারণে কুইন্ট্যাল পিছু ধান থেকে ৩ কেজি করে বাদ দেওয়া হয়।

মুখ্যমন্ত্রীর কাছে সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাস অভিযোগ করেন, সরকারি নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে ৫ কেজি করে কেটে নেওয়া হচ্ছে। ফলে চাষিরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। দ্রুত পদক্ষেপ করার পাশাপাশি মুখ্যসচিবকে মুখ্যমন্ত্রী এও বলেন, ধান বিক্রিতে কারচুপির ঘটনায় প্রশাসনিক কর্তারা যুক্ত থাকলেও যেন তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।