নিজস্ব প্রতিনিধি- হাওড়ার বেলুড়ে গ্যাস লিকের ঘটনায় পুলিশ গ্রাফতার করল একজন মালিককে। ধৃতের নাম জে পি জয়সওয়াল। ধৃতকে বুধবার তোলা হয় আদালতে।
প্রসঙ্গত, গত ৫ ফেব্রুয়ারি বেলুড়ের ওই কারখানার মধ্যে থাকা ক্লোরিন গ্যাস ভর্তি সিলিন্ডার লিক হয়ে গ্যাস নির্গত হতে থাকে। এই ঝাঁঝালো গ্যাসে অসুস্থ হয়ে পড়েন এলাকার বাসিন্দারা। এ ঘটনায় মৃত্যুও হয়েছে একজনের।
Advertisement
দমকলবাসীরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে সাবানের প্রলেপ দিয়ে গ্যাস নির্গত হওয়া বন্ধ করে এবং সিলিন্ডারটিকে ফেলা হয় গঙ্গায়।
Advertisement
গঙ্গায় সিলিন্ডারটি ফেলার পর প্রতিবাদে বিক্ষোভও দেখান স্থানীয়রা। তারা দমকলের বিরিদ্ধে লোকাল থানায় অভিযোগও দায়ের করেন।
সেই ঘটনায় পুলিশ গ্রাপতার করেছে মালিক জে পি জয়সওয়ালকে।
Advertisement



