বৈদ্যুতিক তার ছিঁড়ে পড়ল ট্রেনের উপর! দীর্ঘক্ষণ দাঁড়িয়ে রইল ট্রেন। তবে কোনও ক্ষয়ক্ষতি হয়নি। বালুরঘাট থেকে কলকাতাগামী তেভাগা এক্সপ্রেসের সঙ্গে এমনই ঘটনা ঘটল সোমবার সকালে।
ভোর ৫টা ৪৫ মিনিটে তেভাগা এক্সপ্রেস বালুরঘাট স্টেশন ছাড়ে। মল্লিকপুর স্টেশন পার করবার পর আন্দাজ সকাল ৬টা ১০ মিনিটে ট্রেনটি যখনই রামপুর স্টেশনের কাছাকাছি পৌঁছোয়, তখনই এই দুর্ঘটনাটি ঘটে। হঠাৎই উপর থেকে হাই ভোল্টেজ বৈদ্যুতিক তার ছিঁড়ে পড়ে ট্রেনের উপর। সঙ্গে সঙ্গে ট্রেনটি দাঁড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান রেলের বিদ্যুৎ বিভাগের কর্মীরা। সমস্তটা খতিয়ে দেখেন তাঁরা। তৎপরতার সঙ্গে মেরামতির কাজ সারেন তাঁরা। তার পরে মালদহ থেকে একটা ইঞ্জিন নিয়ে আসা হয়। সমস্ত মেরামতির কাজ সারতে প্রায় ঘণ্টা তিনেক সময় ব্যয় হয়। তারপরে ফের কলকাতার দিকে রওনা দেয় ট্রেনটি।
Advertisement
এই ঘটনায় ট্রেন বা যাত্রীরা সম্পূর্ণ অক্ষত রয়েছে, এমনটাই জানিয়েছে রেল কর্তৃপক্ষ। এতোক্ষণ ট্রেন দাঁড়িয়ে থাকায় যাত্রীদের যে হয়রানি হয়েছে, তার জন্য ক্ষমা চেয়ে নিয়েছেন তাঁরা। হঠাৎ কেন তার ছিঁড়ে পড়ল, সেই ব্যাপারে তদন্ত করা হবে বলেও আশ্বাস দিয়েছেন।
Advertisement
Advertisement



