বাড়িঘরহীন নিরাশ্রয় বা বানজারা শিশুদের মধ্যে পুষ্টিকর। খাদ্য বিতরণ করা হল। শিলিগুড়ি সন্তোষী নগর কাচড়ামাঠ এলাকায় বস্তিবাসীর সন্তানদের মধ্যে ওই পুষ্টিকর খাদ্য বিতরণ করা হয়েছে।
শিলিগুড়ি আইএনএ স্কুলের সহযােগিতায়। আইএনএ স্কুলের অধ্যক্ষ মৃত্যুঞ্জয় মজুমদার এবং সহ অধ্যক্ষ অনু রায় জানিয়েছেন, তাঁরা বিলি করেছেন দুধের প্যাকেট, আম, কলা, ডিম সেদ্ধ, এবং এক প্যাকেট করে মুড়ি। মােট ১০০ জনের মধ্যে বিতরণ করা হয় সেসব।
Advertisement
Advertisement
Advertisement



