ভােটার’দের সুবিধায় বাড়লাে বুথের সংখ্যা 

এবারে নির্বাচনে মহিলা ভােটারদের প্রাধান্য দিয়ে ৬৫ টি স্পেশাল পােলিং স্টেশন খােলা হচ্ছে দক্ষিণ দিনাজপুরে।

Written by SNS Balurghat | March 1, 2021 1:15 pm

প্রতীকী ছবি (File Photo: IANS)

এবারে নির্বাচনে মহিলা ভােটার’দের প্রাধান্য দিয়ে ৬৫ টি স্পেশাল পােলিং স্টেশন খােলা হচ্ছে দক্ষিণ দিনাজপুরে।

আগামী ১০ মার্চ বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে সেই বুথের ভােট কর্মীদের।

নির্বাচন ঘােষণার পর শনিবার বালুরঘাটে জেলা প্রশাসনিক ভবনে এক সাংবাদিক বৈঠক করে এই কথা জানিয়েছেন রিটার্নিং অফিসার তথা জেলা শাসক নিখিল নির্মল।

কমিশনের ঘােষণা অনুয়ায়ী ২৬ এপ্রিল নির্বাচন হবে দক্ষিণ দিনাজপুর জেলায়।

এবারে মােট ১২ লক্ষ ৭৪ হাজার ৮৬৬ জন ভােটার নির্বাচন প্রক্রিয়ায় অংশ গ্রহন করবেন।

যেখানে পুরুষ ভােটারের সংখ্যা ৬ লক্ষ ৫২ হাজার ৫৭৫ জন মহিলা ভােটার রয়েছেন ৬ লক্ষ ২২ হাজার ২২৫ জন।