• facebook
  • twitter
Friday, 5 December, 2025

“তৃণমূল করে খাওয়ার জায়গা নয়”: অভিষেক

দুর্নীতি নয়, লড়াই শেষ কথা। ২১শে জুলাইয়ের সভা থেকে দলীয় নেতা- কর্মীদের এইভাবে কঠোর বার্তা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Kolkata: TMC General Secretory Abhishek Banerjee at a press meet in Kolkata on Monday 07 June, 2021. (Photo: Kuntal Chakrabarty/ IANS)

দুর্নীতি নয়, লড়াই শেষ কথা। ২১ শের সভা থেকে দলীয় নেতা- কর্মীদের এইভাবে কঠোর বার্তা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

বৃহস্পতিবার মাথায় বৃষ্টি নিয়ে ২১ শের মঞ্চে বক্তব্য রাখতে উঠেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

Advertisement

এদিন বেলা ১২ : ৩৪ নাগাদ বক্তব্য রাখতে উঠেন অভিষেক। বৃষ্টি দেখে তাঁর প্রথম বক্তব্য,” বৃষ্টি আমাদের কাছে শুভ। যতবার বৃষ্টি হয়েছে, বিরোধীরা ততবার ধরাশায়ী হয়েছে।”

Advertisement

এসএসসি, কয়লা,বালি সহ একাধিক ইস্যুতে তৃণমূলের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছে, স্থানীয় স্তরে একাধিক নেতার বিরুদ্ধেও অভিযোগ উঠেছে।

তবে দল যে আর কোনও ভাবে দুর্নীতি কে রেয়াত করবে না, তার পাঠও এদিন সমাবেশ থেকে নেতা- কর্মী দের দিলেন অভিষেক।

বলেন, “তৃণমূল করলে নি:স্বার্থভাবে কাজ করতে হবে, হয় ঠিকাদারি করুন, নয় তৃণমূল করুন। মনে রাখবেন তৃণমূল মানুষের জন্য, নিজেদের করে খাওয়ার জায়গা নয়।”

এদিন অভিষেক আরও বার্তা দিয়ে বলেন,” মনে রাখবেন তৃণমূলে মমতা বন্দ্যোপাধ্যায় একনম্বর । দুই থেকে একশো বাকী সকলেই কর্মী।”

ইতিমধ্যেই কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে একাধিকবার বঞ্চনা অভিযোগ তুলেছে মমতা বন্দ্যোপাধ্যায়।

তবে আর দিল্লী নয়, এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলাই যে স্ব-নির্ভর হবে তা নিয়ে আত্মবিশ্বাসী অভিষেকের বক্তব্য, “কেন্দ্রের কাছে হাত পাতব না। মমতা বন্দ্যোপাধ্যায়কে, তৃণমূল কে সময় দিন। বাংলার নামেই বাংলার প্রকল্প হবে। বাংলা এখন মডেল।”

তবে আর কোনওভাবেই যে তৃণমূলে ‘বেইমান’দের স্থান নেই, তাও বুঝিয়ে দিয়ে অভিষেক বলেন, ” এই তৃণমূল নতুন তৃণমূল।

এখানে কোনও বেইমান বা গদ্দার নেই। মনে রাখবেন লোকসভাতে বাংলাতে তৃণমূলই জিতবে। বাংলার বাইরে থেকেও লোকসভা জিতবে তৃণমূল। তা সে ত্রিপুরা বা মেঘলয় হোক। “

Advertisement