• facebook
  • twitter
Thursday, 8 January, 2026

২০০২-এর তালিকায় নাম নেই, শুনানির লাইনে দাঁড়ালেন খোদ বিডিও

বিডিও ভারতী চিক বড়াইকের পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, তাঁরা ১৯৯৯ সালে মেটলি হাসপাতাল পাড়া এলাকায় জমি কিনে বাড়ি করেছেন।

প্রতীকী চিত্র

এসআইআর-এর আতস কাঁচের তলায় এবার রাজ্যের এক পদস্থ প্রশাসনিক আধিকারিক। ব্যতিক্রমী এই ঘটনাটি ঘটেছে মাটিয়ালি ব্লকের মেটলি এলাকায়। শুনানিতে ডাকা হল খোদ ব্লকের বিডিও ভারতী চিক বড়াইককে। যিনি নিজে এসআইআর প্রক্রিয়া পরিচালনার দায়িত্বে রয়েছেন। এই ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চর্চা শুরু হয়েছে।

জানা গিয়েছে, এসআইআর-এর শুনানিতে ডাকা হয়েছে বিডিও ভারতী চিক বড়াইক-সহ তাঁর পিতা কপিল চিক বড়াইক, বোন আরতি চিক বড়াইক ও ভাই প্রণব চিক বড়াইককে। কারণ ২০০২ সালের ভোটার তালিকায় তাঁদের নাম নেই বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় ইতিমধ্যে শুনানিতে হাজির হয়েছেন ব্লক উন্নয়ন আধিকারিক (বিডিও) ভারতী চিক বড়াইক। তাঁর বাবা, ভাই এবং বোনকে আগামী শুনানিতে হাজির হওয়ার কথা রয়েছে বলে সূত্রের খবর।

Advertisement

যদিও বিডিও ভারতী চিক বড়াইকের পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, তাঁরা ১৯৯৯ সালে মেটলি হাসপাতাল পাড়া এলাকায় জমি কিনে বাড়ি করেছেন। তাঁরা ভারতীয় নাগরিক। দীর্ঘদিন ধরে মালবাজার মহকুমার জুরন্তি চা বাগান এলাকায় বসবাস করছেন। ২০০৪ সালে তাঁদের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়। তার আগে একাধিকবার ভোটার তালিকায় নাম তোলার আবেদন করা হলেও নাম ওঠেনি। এই ঘটনাকে ঘিরে প্রশাসনিক মহলের পাশাপাশি রাজনৈতিক মহলেও তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। এখন সকলের নজর এসআইআর প্রক্রিয়ার চূড়ান্ত সিদ্ধান্তের দিকে।

Advertisement

Advertisement