পশ্চিম মেদিনীপুর জেলার নতুন ভােটার তালিকা প্রকাশ 

জেলাশাসকের কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে পশ্চিম মেদিনীপুরের জেলা শাসক রেশমি কোমল জেলার সংশােধিত নতুন ভােটার তালিকা প্রকাশ করলেন।

Written by SNS West Midnapore | January 18, 2021 11:45 am

প্রতিকি ছবি (File Photo: iStock)

জেলাশাসকের কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে পশ্চিম মেদিনীপুরের জেলা শাসক রেশমি কোমল জেলার সংশােধিত নতুন ভােটার তালিকা প্রকাশ করলেন। 

পশ্চিম মেদিনীপুর জেলায় নতুন ভােটার বেড়েছে ৭৯ হাজার ৭০৩ জন। যার মধ্যে পুরুষ ভােটার বেড়েছে ৩৬ হাজার ৩২২ জন এবং মহিলা ভােটার বেড়েছে ৪৩ হাজার ৪৭১ জন। তৃতীয় লিঙ্গের ভােটার বেড়েছে ১০ জন। 

রেশমি কোমল জানান, জেলায় বর্তমানে মােট ভােটার ৩৮ লক্ষ ৩৫ হাজার ৪৩২ জন। এরমধ্যে পুরুষ ভােটার ১৯ লক্ষ ৪১ হাজার ১৭৫ জন এবং মহিলা ভােটার ১৮ লক্ষ ৯৩ হাজার ৬২৮ জন। তৃতীয় লিঙ্গের ভােটার আছে ৪৬ জন। 

বাড়তি ভােটারের বেশিরভাগই নতুন ভােটার। কিছু পরিযায়ী শ্রমিক আছে। যাঁরা লকডাউনের সময় ফিরে এসে আর যাননি। তাঁরা তাদের নাম এখানে ভােটার তালিকায় তুলেছেন বলে জেলাশাসক সাংবাদিকদের জানান।