বর্তমানে দার্জিলিংয়ের অন্যতম পর্যটন ক্ষেত্র হল ‘লামাহাটা’। মঙ্গলবার ঘুম থেকে মিরিক যাওয়ার পথে ‘দ্বিতীয় লামাহাটা’ খুঁজে পেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাহাড়ে শান্তি ফিরিয়ে আনতে পর্যটন শিল্প একমাত্র ভরসা সেটা অনুধাবন করেছিলেন মুখ্যমন্ত্রী। ২০১২ সালে ক্ষমতায় এসে তাই দার্জিলিং থেকে কালিম্পং যাওয়ার পথে ‘লামাহাটা’য় পর্যটনক্ষেত্র তৈরি করার উদ্যোগ নেন।
আজ দার্জিলিংয়ের অন্যতম ব্যস্ত পর্যটন ক্ষেত্র ‘লামাহাটা’য় হোম স্টে কনসেপ্ট চালু হয় তাঁর ভাবনার ফসল হিসেবে। স্থানীয়দের বিকল্প রোজগারের ব্যবস্থা গড়ে ওঠে। মঙ্গলবার সুখিয়াপোখরি থেকে পশুপতি ফটকের রাস্তায় পাহাড়ের অপার সৌন্দর্য দেখে মুগ্ধ হন মুখ্যমন্ত্রী। একদিকে পাইন বন, অন্যদিকে চা বাগান আর আকাশে মাথা উঁচু করে দাঁড়িয়ে কাঞ্চনজঙ্ঘার শ্বেতশুভ্র চূড়া।
Advertisement
এলাকাটি দেখে আসার পর জেলাশাসককে যাবতীয় নির্দেশ দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘সুখিয়া থেকে মিরিক যাওয়ার পথে নতুন একটি পর্যটন ক্ষেত্র হবে ঠিক লামাহাটার মতোই। আমি দেখে এসেছি। লোকে শুটিং করতে আসে। নতুন পর্যটন ক্ষেত্র এক বছরের মধ্যে হবে। এখানে থাকবে হোম স্টে।‘
Advertisement
Advertisement



