তৃণমূলের নেতৃত্বে নতুন প্রজন্ম, ইঙ্গিত মানসের

সবং ব্লক তৃণমূল যুব কংগ্রেসের ডাকে একটি ঘরোয়া দলীয় সভায় এই মন্তব্য করে, দলে নতুন প্রজন্মের পদধ্বনির ইঙ্গিত দিলেন ডা. মানন ভূঁইয়া।

Written by SNS Kolkata | August 8, 2022 11:12 am

তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা (Photo: Abhijit Saha/IANS)

একটা প্রজন্ম যায়, আরেকটা প্রজন্ম আসে। সময় দাঁড়িয়ে থাকে না। ছাত্র যুবরাই প্রাণ শক্তি, অঙ্কুর।

সবং ব্লক তৃণমূল যুব কংগ্রেসের ডাকে একটি ঘরোয়া দলীয় সভায় এই মন্তব্য করে, দলে নতুন প্রজন্মের পদধ্বনির ইঙ্গিত দিলেন রাজ্যের জলসম্পদ উন্নয়ন ও পরিবেশমন্ত্রী ডা. মানন ভূঁইয়া।

মানসবাবু বলেন, আজ আছি, কাল হয়ত থাকব না। কিন্তু মঞ্চের দিকে তাকিয়ে আশ্বস্ত হই দ্বিতীয় প্রজন্ম তৈরি হয়ে গিয়েছে।

মানসের আবেদন, মানুষের সঙ্গে ভালবাসার বন্ধন তৈরি করুন। রাস্তা ঘাটে, চা দোকানে অনেক কথা শুনবেন।

কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবিটা মনে রাখবেন। বিজেপি সরকার বাংলাকে অপমান করছে তার প্রতিবাদ জানাই।

সভায় উপস্থিত ছিলেন গীতারানি ভূঁইয়া, আবু কালাম বক্স, তরুণ মিশ্র, বিকাশ ভূঁইয়া, নিশিকান্ত কর প্রমুখ।