• facebook
  • twitter
Friday, 5 December, 2025

পুজোয় খাবারের নতুন উপহার 

কলকাতা, ১৭ অক্টোবর — পুজোতে খাদ্য রসিকদের জন্য নতুন উপহার ম্যাডাম কেকস অ্যান্ড বেকস-এর। কলকাতাবাসীদের জন্য তেল ফ্রি রোল কম্বো রিচার্জ বক্স-এর নতুন স্বাদ নিয়ে হাজির ম্যাডাম কেকস অ্যান্ড বেকস। খাদ্য রসিকরা কলকাতার ২৫ টি আউটলেটেই এই স্বাদ পেতে পারেন।মাত্র ৫৫ টাকায় এই বক্সের মজা পুজো থেকে শুরু করে ১২ মাস ধরে নিতে পারেন। ভেজ এবং নন-ভেজ দু’ ধরণের বিকল্পই রয়েছে

কলকাতা, ১৭ অক্টোবর — পুজোতে খাদ্য রসিকদের জন্য নতুন উপহার ম্যাডাম কেকস অ্যান্ড বেকস-এর। কলকাতাবাসীদের জন্য তেল ফ্রি রোল কম্বো রিচার্জ বক্স-এর নতুন স্বাদ নিয়ে হাজির ম্যাডাম কেকস অ্যান্ড বেকস। খাদ্য রসিকরা কলকাতার ২৫ টি আউটলেটেই এই স্বাদ পেতে পারেন।মাত্র ৫৫ টাকায় এই বক্সের মজা পুজো থেকে শুরু করে ১২ মাস ধরে নিতে পারেন। ভেজ এবং নন-ভেজ দু’ ধরণের বিকল্পই রয়েছে এই এখানে ।
এছাড়াও ম্যাডাম কেকস অ্যান্ড বেকস শীঘ্রই “সামথিং ফিশি” নিয়ে আসতে চলেছে। যেখানে থাকবে মাছের নানান স্বাদের রকমারি খাবার। যা আপনার পাতে সামুদ্রিক খাবারের এক অন্যতম স্বাদ এনে দেবে । 

Advertisement

Advertisement