• facebook
  • twitter
Monday, 16 June, 2025

এসএসসি চাকরি বাতিল: পুরনো সরকারি চাকরিতে ফিরতে চান ৪০০ জন

সূত্রের খবর, একগুচ্ছ আবেদন জমা পড়েছে শিক্ষা দপ্তরে কাছে। শিক্ষা দপ্তর সূত্রে খবর, জমা পড়া আবেদনের সংখ্যা এখনও পর্যন্ত প্রায় ৪০০।

ফাইল চিত্র

২০১৬ সালের স্কুল সার্ভিস কমিশনের পুরো প্যানেল বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট। এর ফলে চাকরি হারিয়েছেন প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষাকর্মী। চাকরি বাতিলের রায়ে সুপ্রিম কোর্ট জানিয়েছিল, যাঁরা অন্য সরকারি চাকরি ছেড়ে ২০১৬ সালের এসএসসি-র মাধ্যমে স্কুলের চাকরিতে যোগদান করেছিলেন, তাঁরা চাইলে পুরনো কর্মস্থলে ফিরে যেতে পারবেন। সেই প্রক্রিয়া শুরু হয়েছে। সূত্রের খবর, চাকরিহারা শিক্ষকদের অনেকেই ফিরে যেতে চাইছেন পুরনো চাকরিতে। নির্দিষ্ট মর্মে আবেদন করছেন তাঁরা।

সূত্রের খবর, একগুচ্ছ আবেদন জমা পড়েছে শিক্ষা দপ্তরের কাছে। শিক্ষা দপ্তর সূত্রে খবর, জমা পড়া আবেদনের সংখ্যা এখনও পর্যন্ত প্রায় ৪০০। আরও বেশ কিছুদিন অপেক্ষা করবে শিক্ষা দপ্তর। দেখা হবে, নতুন আর কেউ আবেদন জমা দেন কি না। তারপর আবেদনপত্র যাচাইয়ের কাজ শুরু হবে। কোন সরকারি দপ্তরে কাজ করতেন আবেদনকারী, তা খতিয়ে দেখা হবে। সবকিছু ঠিকঠাক থাকলে পুরনো চাকরিতে ফিরে যাওয়ার সবুজ সংকেত মিলবে।

আদালত জানিয়েছিল, পুরনো কর্মস্থলে ফিরে গেলে ‘সার্ভিস ব্রেক’ হবে না। তবে ওই সব শিক্ষকের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে তিন মাসের মধ্যে। শিক্ষা দপ্তর সূত্রে খবর, আদালতের নির্দেশমতো চাকরিহারা শিক্ষক-শিক্ষিকাদের প্রাথমিক স্কুলের পুরনো চাকরিতে ফেরার ইচ্ছা প্রকাশ করে আবেদন জমা দিয়েছেন। শুরুর দিকে কেউ কেউ সেই ইচ্ছা প্রকাশ করলেও কী ভাবে তা করতে হবে, সে ব্যাপারে অন্ধকারে ছিলেন। অবশেষে জটিলতা কেটে গিয়েছে। শিক্ষা দপ্তর সূত্রে খবর, দ্রুত গোটা প্রক্রিয়া শেষ করার বিষয়ে জোর দেওয়া হচ্ছে।