• facebook
  • twitter
Friday, 5 December, 2025

জাতীয় সড়ক অবরােধ কুড়মিদের

কুড়মি সমন্বয় মঞ্চের পক্ষ থেকে বৃহস্পতিবার সকাল থেকে খড়গপুর লােকাল থানার অন্তর্গত খেমালিতে ৬ নং জাতীয় সড়ক অবরােধের ডাক দেওয়া হয়

প্রতিকি ছবি (File Photo: iStock)

কুড়মি সমন্বয় মঞ্চের পক্ষ থেকে বৃহস্পতিবার সকাল থেকে খড়গপুর লােকাল থানার অন্তর্গত খেমালিতে ৬ নং জাতীয় সড়ক অবরােধের ডাক দেওয়া হয়। মঞ্চের তরফে গৌতম মাহতি বলেন, পাঁচ দফা দাল্টি ভিত্তিতে অবরােধের ডাক দেওয়া হয়েছে।

মুখ্য দাবি হল, কুড়মিদের তপশিলি উপজাতি অর্থাৎ এসটি সম্প্রদায়ের অন্তর্ভুক্ত করতে হবে। এছাড়া কুড়মিদের ভাষায় পঠনপাঠন চালু করা, থানা ধর্মকে মান্যতা দেওয়ার দাবিও রয়েছে। সকাল সাতটা থেকে শুরু হওয়া অবরােধ সন্ধে ছ’টা অবধি চলে। এর ফলে জাতীয় সড়কে তীব্র যানজট তৈরি হয়। প্রশাসনিক আশ্বাসে অবরােধ তুলে নেওয়া হয়।

Advertisement

Advertisement

Advertisement