সাংবাদিক সংগঠন ইন্ডিয়ান জার্নালিস্টস অ্যাসােসিয়েশনের নদিয়া জেলা শাখার অফিস উদ্বোধন হলাে কল্যাণীতে। রবিবার এই অফিস উদ্বোধন করলেন ইন্ডিয়ান জার্নালিস্টস অ্যাসােসিয়েশনের রাজ্য সাধারণ সম্পাদক শেখর সেনগুপ্ত।
তিনি বলেন, জেলায় আমাদের অফিস ঘর এই প্রথম। সে দিক থেকে নদিয়া জেলা ইউনিটের এই সাফল্য প্রশংসনীয়। ‘তিনি আরও বলেন, “আমাদের সংগঠন সাংবাদিকদের সুখ দুঃখের সাথী সব সময় থেকেছে, থাকবেও।
Advertisement
আমাদের সংগঠনে প্রিন্ট মিডিয়া ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের পাশাপাশি ক্ষুদ্র সংবাদপত্রের সাংবাদিকরাও রয়েছেন। আসলে আমরা সব স্তরের সাংবাদিকদের সঙ্গে নিয়ে চলি। আমাদের আদর্শ মেনে সঙঘবদ্ধভাবে সামনের দিকে এগিয়ে চলতে হবে।
Advertisement
আরও শক্তিশালী করতে হবে সংগঠনকে। নদিয়া জেলার সংগঠনের সম্পাদক সুখেন্দু আচার্য বলেন, ‘আজকে আমাদের আনন্দের দিন। সংগঠন সাংবাদিকদের পাশে রয়েছে, থাকবেও। এদিন সংগঠনের সমস্ত সাংবাদিক উপস্থিত ছিলেন।
Advertisement



