একই পরিবারের তিন সদস্যের রহস্যমৃত্যু। বুধবার এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল বর্ধমানের লাকুৰ্ডি সারতলা এলাকায়। পুলিশ সূত্রে জানা যায়, মৃতদের নাম বিকাশ সাউ (৪২), প্রিয়াঙ্কা সাউ (৩৮) ও সুরভী সাউ (১৩)।
আজ সকালে বিকাশ কুমার সাউয়ের ছােট ছেলে কান্নাকাটি করতে করতে বাড়ির নিচে আসে। স্থানীয় কয়েকজনকে সে জানায়, ঘরের মধ্যে তার বাবা, মা গলায় ফাঁস লাগিয়ে ঝুলছে।
Advertisement
স্থানীয়রা ঘরে গিয়ে দেখেন, কিাশ কুমার সাউ ও প্রিয়াঙ্কা সাউ গলায় ফাঁস লাগানাে অবস্থায় ঝুলছে। আর তাদের মেয়ে সুরভী সাউ বিছানার মধ্যে নিথর অবস্থায় পড়ে রয়েছে। স্থানীয়রা সুরভীকে উদ্ধার করে বর্ধমান হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘােষণা করেন।
Advertisement
উল্লেখ্য, বিকাশের আদিবাড়ি উত্তরপ্রদেশের আজমগড় হলেও, পারিবারিক অশান্তির কারণে পরিবার নিয়ে তিনি বর্ধমানে চলে আসেন। এখানে তিনি একটি সবজির দোকান চালাতেন। পুলিশ তাদের এই রহস্যজনক মৃত্যুর কারণ অনুসন্ধান করছে।
Advertisement



