• facebook
  • twitter
Friday, 5 December, 2025

নাবালক স্বামীর রহস্যমৃত্যু

বিয়ের মাত্র আট মাসের মাথায় শ্বশুরবাড়ির কাছেই নাবালক স্বামীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে রহস্য দানা বেঁধেছে।

প্রতিকি ছবি (Photo: iStock)

বিয়ের মাত্র আট মাসের মাথায় শ্বশুরবাড়ির কাছেই নাবালক স্বামীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে রহস্য দানা বেঁধেছে। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

পুলিশ মৃতদেহ উদ্ধার করে নিয়ে গিয়েছে রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য। বীরভূমের রামপুরহাট মহকুমার মাড়গ্রাম থানার মথুরাপুর গ্রামের হারু মালের ( ১৯ ) সঙ্গে মাত্র আট মাস আগে বিয়ে হয় ওই থানারই মিষ্মিডাঙা গ্রামের এক নাবালিকার।

Advertisement

এদিন সকালের দিকে মিল্কি ডাঙা গ্রামেই হারু মালের মৃতদেহ শ্বশুরবাড়ির কাছেই একটি ভাঙা বিদ্যুতের খুঁটিতে গলায় দড়ি দেওয়া অবস্থায় ঝুলতে দেখেন গ্রামের মানুষজন। তাঁরাই মাড়গ্রাম থানায় খবর দিলে পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে নিয়ে আসে ময়নাতদন্তের জন্য।

Advertisement

Advertisement