• facebook
  • twitter
Thursday, 8 January, 2026

জানুয়ারির তৃতীয় সপ্তাহে বঙ্গে আসতে পারেন মোদী

১৭ এবং ১৮ জানুয়ারি, পর পর দু’দিন প্রধানমন্ত্রী মোদীর জনসভার জন্য প্রস্তুতি নিতে শুরু করেছে পশ্চিমবঙ্গ বিজেপি

নতুন বছরের প্রথম মাসেই জোড়া জনসভা করতে বাংলায় আসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একটি উত্তরবঙ্গে, অন্যটি দক্ষিণে। প্রধানমন্ত্রীর দপ্তর থেকে চূড়ান্ত সফরসূচি পাঠানো হয়নি বলে রাজ্য বিজেপির তরফ থেকে আনুষ্ঠানিক ভাবে এই সভার বিষয়ে এখনও কিছু ঘোষণা করা হয়নি।  বিজেপি সূত্রের খবর, জানুয়ারির তৃতীয় সপ্তাহে মোদীর সভা আয়োজনের জন্য দুই বঙ্গেই সাংগঠনিক বার্তা পৌঁছে গিয়েছে।

১৭ এবং ১৮ জানুয়ারি, পর পর দু’দিন প্রধানমন্ত্রী মোদীর জনসভার জন্য প্রস্তুতি নিতে শুরু করেছে পশ্চিমবঙ্গ বিজেপি। প্রথমটি অর্থাৎ ১৭ জানুয়ারির সভাটি হবে মালদহ জেলায়। আর দ্বিতীয়টি অর্থাৎ ১৮ জানুয়ারির সভা হবে হাওড়া বা হুগলি জেলায়। রাজ্য বিজেপির একাংশ চাইছে, হুগলির সিঙ্গুরে প্রধানমন্ত্রীর জনসভার আয়োজন হোক

Advertisement

Advertisement

Advertisement