মার্চেই তিনটি সভা মােদির

প্রধানমন্ত্রী নরেন্দ্র মােদি রাজ্যে ভােটের প্রচার শুরু করেছেন,ব্রিগেডের পরে বিজেপির নরেন্দ্র মােদিকে দিয়ে পৃথক পৃথক জেলায় সভার স্ট্যাটেজি নিয়েছে বিজেপি।

Written by SNS Delhi | March 13, 2021 2:14 pm

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Photo: Twitter / @narendramodi)

রাজ্যে ২ দফা ভােটের আগে মােদি অন্তত তিনটি সভা করতে পারেন বলে জানা গিয়েছে। ব্রিগেড থকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মােদি রাজ্যে ভােটের প্রচার শুরু করে দিয়েছিলেন, ব্রিগেডের পরে বিজেপির তারকা প্রচারক নরেন্দ্র মােদিকে দিয়ে পৃথক পৃথক জেলায় সভা করাবার স্ট্যাটেজি নিয়েছে বিজেপি।

সেই অনুযায়ী ১৮ মার্চ পুরুলিয়া, ২০ মার্চ কাথি এবং ২১ মার্চ বাঁকুড়ায় প্রধানমন্ত্রীর জনসভা করার কথা। কারণ ২৭ মার্চ ও ১ এপ্রিল রাজ্যে প্রথম দু’দফা ভােট। তার আগে মােদির এ রাজ্যে অন্তত ৩ টি জনসভা করার কথা।

তবে বিজেপির কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সভা হল কাথির সভা। কারণ কাথিতে মােদির সভাতে সমগ্র বাংলার রাজনৈতিক মহলের নজর থাকবে। জল্পনা রয়েছে কাথির সভায় উপস্থিত থাকতে পারেন স্থানীয় সাংসদ তথা শুভেন্দু অধিকারী বাবা শিশির অধিকারী।

এছাড়া লােকসভা ভােটে বিজেপি বিপুল সাফল্যের মুখ দেখেছিল জঙ্গলমহলে। সেই জয়ের ধারা বিধানসভাতেও বজায় রাখতে চায় বিজেপি। বিজেপি সূত্রে জানা গিয়েছে বাংলার ভােটে নরেন্দ্র মােদির অন্তত ২০ টি জনসভা করার কথা। বাংলার যে জেলায় ভােট হওয়ার কথা সেখানেই জনসভা করবেন নরেন্দ্র মােদি।

এছাড়া অমিত শাহেরও বঙ্গে অন্ত ২০ টি জনসভা করার কথা। এমনকি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের নন্দীগ্রামের ভিতরে গিয়েও সভা করার কথা। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তেখালির মাঠে সভা করে নন্দীগ্রামে সভা করার কথা ঘােষণা করেন।