শোভনের আসনে প্রার্থী বিধায়ক রত্না

বেহালা পূর্বের বিধায়ক ছিলেন কলকাতার প্রাক্তন মহানাগরিক শোভন চট্টোপাধ্যায়। মন্ত্রী হওয়ার আগে থেকেই তিনি ছিলেন ১৩১ নম্বর ওয়ার্ডের পুর প্রতিনিধি।

Written by SNS Kolkata | November 27, 2021 5:45 pm

রত্ন চট্টোপাধ্যায় (Photo: IANS)

বেহালা পূর্বের বিধায়ক ছিলেন কলকাতার প্রাক্তন মহানাগরিক শোভন চট্টোপাধ্যায়। মন্ত্রী হওয়ার আগে থেকেই তিনি ছিলেন ১৩১ নম্বর ওয়ার্ডের পুর প্রতিনিধি। সেই সুবাদে তিনি হয়েছিলেন কলকাতার মেয়র।

বর্তমানে বিবাহিত স্ত্রী রত্না চট্টোপাধ্যায়কে ছেড়ে বান্ধবী বৈশাখীর সঙ্গে থাকতে শুরু করেছেন শোভন। ছেড়ে দিয়েছেন বেহালাও। বেহালা পূর্বে শোভনের জায়গায় রত্না চট্টোপাধ্যায় তৃণমূলের টিকিটে জয়ী হয়ে বিধায়ক হয়েছেন। এবার সেই ১৩১ নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থী করছে রত্না চট্টোপাধ্যায়কে।

উল্লেখ্য, ২০১৮ সালে আচমকাই কলকাতার মেয়র পদ ছেড়ে দেন শোভন। তবে ১৩১ নম্বর ওয়ার্ডের পুর প্রতিনিধির পদ ছাড়েননি। মন্ত্রিত্ব ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পরেও ধরে রেখেছিলেন বিধায়ক পদ।

শোভন দলের সঙ্গে দূরত্ব তৈরি করার পরেই তৃণমূলের পক্ষে রত্নাকে ওই ওয়ার্ডেই সংগঠন ও কাজকর্ম দেখার দায়িত্ব দেওয়া হয়। এবার তারই পুরস্কার পেলেন রত্না।