• facebook
  • twitter
Friday, 5 December, 2025

উপনির্বাচনে প্রার্থীর নাম ঘোষণা তৃণমূলের আসানসোলে শত্রুঘ্ন বালিগঞ্জে বাবুল

উপনির্বাচনের জন্য প্রার্থীর নাম ঘোষণা করে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।আসানসোল লোকসভা কেন্দ্রে লড়বেন বর্ষীয়ান অভিনেতা শত্রুঘ্ন সিনহা।

আসানসোলে শত্রুঘ্ন বালিগঞ্জে বাবুল (Photo: SNS )

আগামী মাসে দুই কেন্দ্রের উপনির্বাচনের জন্য প্রার্থীর নাম ঘোষণা করে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানিয়ে দিলেন, আসানসোল লোকসভা কেন্দ্র থেকে তৃণমূলের টিকিটে লড়বেন বর্ষীয়ান অভিনেতা শত্রুঘ্ন সিনহা।

এদিকে বালিগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে টিকিট পেলেন বিজেপি থেকে ঘাসফুল শিবিরে যোগ দেওয়া বাবুল সুপ্রিয় আনুষ্ঠানিকভাবে তৃণমূলে যোগ না দিলেও শত্রুঘ্ন সিনহার মুখে বাংলার শাসক দল তথা দলনেত্রীর প্রশংসা শোনা গিয়েছে।

Advertisement

একাধিকবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে নানা ইস্যুতে টুইটও করেছেন হিন্দি ছবির কিংবদন্তি অভিনেতা। এমনকী ২০১৯ সালের তৃণমূলের মহা ব্রিগেডেও তাঁকে দেখা গিয়েছিল। পরবর্তীতে দিল্লিতেও মমতার সঙ্গে সাক্ষাৎ করেছেন শত্রুঘ্ন।

Advertisement

গত বছর তৃণমূলে যোগ দিয়েছিলেন প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী যশবন্ত সিনহা। তখনও গুঞ্জন উঠেছিল শত্রুঘ্ন সিনহাও হয়তো এবার ঘাসফুলে যোগ দেবেন। কিন্তু সেসময় আনুষ্ঠানিক যোগদান করেননি তিনি।

আর এবার তৃণমূলের টিকিটে আসানসোল লোকসভা কেন্দ্রের প্রার্থী হয়ে প্রমাণ করে দিলেন, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই থাকতে ইচ্ছুক। উল্লেখ্য, পাটনা সাহিব লোকসভা কেন্দ্রের প্রাক্তন বিজেপি সাংসদের পাশাপাশি রাজ্যসভার সাংসদও ছিলেন শত্রুঘ্ন।

তবে ২০১৯ সালে বিজেপি তাঁকে টিকিট না দেওয়ায় তিনি কংগ্রেসের হাত ধরেন। আর এবার তৃণমূলের হয়ে লড়ার সিদ্ধান্ত নিলেন বর্ষীয়ান অভিনেতা।

এদিকে, তৃণমূলে যোগ দেওয়ার পর এই প্রথম ভোটে লড়ার সুযোগ পাচ্ছেন বাবুল সুপ্রিয়। বালিগঞ্জ আসনে বিধানসভা ভোটের প্রার্থী হলেন তিনি একুশের নির্বাচনে এই কেন্দ্রে জয়ী হয়েছিলেন তৃণমূল প্রার্থী সুব্রত মুখোপাধ্যায়।

জয়ী হওয়ার পর রাজ্যের পঞ্চায়েত মন্ত্রীর আসনে বসেন তিনি কিন্তু ২০২১-এর নভেম্বরে তিনি প্রয়াত হন। ফলে বালিগঞ্জ আসনটি বিধায়ক শূন্য হয়ে পড়ে সেখানেই দাঁড়াচ্ছেন আসানসোলের প্রাক্তন সাংসদ। আগামী ১২ এপ্রিল এই দুই কেন্দ্রে ভোটগ্রহণ হবে। ফলপ্রকাশ ১৬ এপ্রিল।

Advertisement