খড়গপুরের গােলবাজারে রবিবার রাত পৌনে দশটা নাগাদ একটি দোকানে ঢুকে রিভলবার দেখিয়ে নগদ প্রায় পাঁচ লক্ষ টাকা (অসমর্থিত সূত্রে জানা গিয়েছে) লুঠ করে পালিয়ে যায় দুষ্কৃতী’রা।
আশেপাশের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করেও পুলিশ দুষ্কৃতীদের সন্ধান এখনও অবধি পায়নি। গােলবাজারের দোকানের মালিক মন্টু গুপ্তা দোকান বন্ধ করার তােড়জোড় করছিলেন। সেই সময় একটি বাইকে চেপে তিনজন আসে। একজন বাইকেই ছিল। অন্য দু’জন দোকানে ঢােকে। তিনজনের মুখেই মাস্ক ছিল। বাইকের নাম্বার প্লেট সাদা কাপড়ে বাঁধা ছিল। দুই দুষ্কৃতী রিভলবার বের করে মন্টুর কপালে ঠেকিয়ে ক্যাশবাক্স থেকে টাকা লুঠ করে।
Advertisement
শনি ও রবিবার গােলবাজার সহ স্পর্শকাতর এলাকায় রাত আটটা থেকে মধ্যরাত ২ টা অবধি পুলিশের বিশেষ নজরদারী ব্যবস্থা চালু করার কথা বলেছিলেন খড়গপুরের অতিরিক্ত পুলিশ সুপার রানা মুখােপাধ্যায়। তারপরেও গােলবাজারের এই ঘটনা পুলিশের নজরদারিতে ঢিলেমিকেই সামনে আনল বলে মনে করা হচ্ছে।
Advertisement
বছর পাঁচেক আগে মন্টু গুপ্তার বাবা রাধেশ্যাম গুপ্তা গােলবাজারের দোকান থেকে খরিদার বাড়িতে ফেরার সময়ে ডিআইজি বাংলাের সামনে দুষ্কৃতীরা রাধেশ্যামকে গুলি করে খুন করে। টাকাভর্তি স্কুটি নিয়ে পালিয়ে যায়। তারপরে আবার দুষ্কৃতীদের টার্গেটে গােলবাজারের গুপ্তা পরিবার।
আতঙ্কে রবিবার রাতে মুখ খুলতে চাননি মন্টু। বিজেপি জেলা সহ সভাপতি গৌতম ভট্টাচার্য বলেন, প্রশাসনের ঢিলেমিতেই এই ঘটনা ঘটেছে। নির্বাচনের মুখে মানুষকে আতঙ্কিত করার চেষ্ট। পুলিশের টইলদারি আর্য বাড়ানাে উচিত। পুলিশকে আরও সতর্ক হতে হবে।
Advertisement



