• facebook
  • twitter
Friday, 5 December, 2025

আগ্নেয়াস্ত্র সহ দুষ্কৃতী গ্রেফতার

বারুইপুর পুলিশ জেলা সূত্রে জানা গেল , ধৃত প্রবীর নস্করের কাছ থেকে একটি দেশি আগ্নেয়াস্ত্র ওয়ান শাটার ও দুটি তাজা কার্তুজ উদ্ধার হয়েছে।

সোমবার গভীর রাতে রুটিন তল্লাশি অভিযানের সময়ে ক্যানিং জীবনতলার করল গোবিন্দনগর অঞ্চল মোড়ে আগ্নেয়াস্ত্র সহ প্রবীর নস্কর নামে বত্রিশ বছরের এক যুবককে গ্রেফতার জীবনতলা থানার পুলিশ।

বারুইপুর পুলিশ জেলা সূত্রে জানা গেল , ধৃত প্রবীর নস্করের কাছ থেকে একটি দেশি আগ্নেয়াস্ত্র ওয়ান শাটার ও দুটি তাজা কার্তুজ উদ্ধার হয়েছে।

Advertisement

ধৃতের বাড়ি ক্যানিংয়ের উত্তর তালদি অঞ্চল। চুরি ছিনতাই অপরাধ মূলক কাজের উদ্দেশ্যেই রাতে আগ্নেয়াস্ত্র কার্তুজ নিয়ে বেরিয়েছিল প্রবীর নস্কর। ধৃতকে মঙ্গলবার আদালতে তোলা হয়েছে।

Advertisement

Advertisement