রাজ্যের শ্রম দফতরের মন্ত্রী গােলাম রব্বানির দুই ভাই যােগ দিলেন বিজেপিতে। শনিবার বিকেলে ইসলামপুর এলাকায় বিজেপির এক সভায় অরবিন্দ মেনন, কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী, সাংসদ সুকান্ত মজুমদার, সাংসদ জয়ন্ত রায়ের উপস্থিতিতে গােয়ালপােখরের বিধায়ক তথা রাজ্যের শ্রম দফতরের প্রতিমন্ত্রী গােলাম রব্বানির দুই ভাই গােলাম সারের ও গােলাম হায়দার বিজেপিতে যােগদান করেন।
যদিও এ প্রসঙ্গে উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি কানহাইয়াল আগরওয়ালের দাবি, মন্ত্রীর এই দুই ভাই আগেও গােলাম রব্বানির বিরােধিতা করেছেন। ওনারা বিজেপি করতেন আগে থেকেই। এই যােগদানে তৃণমূল কংগ্রেসের কোনও ক্ষতি হবে না।
Advertisement
Advertisement
Advertisement



