মমতার সভার মধ্য দিয়ে ২১শের নির্বাচনের প্রচার, দেওয়াল লেখা শুরু মহিষাদলে

পশ্চিম মেদিনীপুরে নেত্রী জনসভার মধ্যদিয়ে ২১-র নির্বাচনের নিরঘন্ট শুরু করে নিলাে তৃণমূল। সােমবার পশ্চিম মেদিনীপুরের তৃণমূলের সুপ্রিমাে মমতা বন্দ্যোপাধ্যায়।

Written by SNS East Medinipur | December 9, 2020 3:47 am

তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Photo: IANS)

পশ্চিম মেদিনীপুরে নেত্রী জনসভার মধ্যদিয়ে ২১-র নির্বাচনের নিরঘন্ট শুরু করে নিলাে তৃণমূল। সােমবার পশ্চিম মেদিনীপুরের তৃণমূলের সুপ্রিমাে মমতা বন্দ্যোপাধ্যায় জনসভা শেষ হওয়ার পর সন্ধ্যায় ২০২১ সালের বিধানসভা নির্বাচনের জন্য ২০৮ মহিষাদল বিধানসভার দেওয়াল লেখন শুরু করে নিলাে মহিষাদল ব্লক তৃণমূল।

এদিন মহিষাদল ব্লকের রাস মঞ্চের নিকট ভট্টাচার্য বাড়ির দেওয়ালে দলিয় প্রতীক একে দেওয়াল দখলে রাখল। এদিন দেয়াল লিখনের সময় লেখনের সময় উপস্থিত ছিলেন মহিষাদল ব্লক তৃণমূলের সভাপতি তিলক চক্রবর্তী, মহিলা তৃণমূল নেত্রী শিউলি দাস, ব্লক নেতা অরুন দিন্দা, ঘনশ্যাম দেবনাথ, সেখ রহমান সহ অন্যরা।

এদিন মহিষাদল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তিলক চত্রবর্তী বলেন, আজ সালে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিম মেদিনীপুরে জনসভার মধ্যদিয়ে নির্বাচনের প্রচার শুরু করেন। আমরাও দেওয়াল লেখনের মধ্যদিয়ে নির্বাচনের প্রচার শুরু করে দিয়েছি। এখন দলিয় প্রতীক নিয়ে দেওয়াল লেখনি শুরু করেছি। অাগামীদিনে ব্লকের প্রতিটি গ্রাম পঞ্চায়েত এলাকার দেওয়াল লেখন শুরু করার নির্দেশ দিয়েছি। নেত্রী যাকে প্রার্থী করবেন আমরা তাকেই মেনে নির্বাচনী প্রচার করবাে।